আমাদের কথা খুঁজে নিন

   

সময়টা বড় অসময় এখন

সুখীমানুষ

সময়টা বড় অসময় এখন প্রতিবাদ প্রতিহত হয় প্রতিশোধ ভেবে সময়টা বড্ড বেশী অসময়। শান্তির কামনারা সব ঠুকাঠুকি করে মরে সাধারণ; যারা প্রভেদ বুঝে না শান্তি ও অশান্তির। শান্তি বলতে বুঝে- ঘরে ফেরা। শান্তি বলতে যারা বুঝে- বউয়ের আঁচলের প‌্যাঁচে দুরন্ত শিশু। সেই সব শিশুরাও ভালো নেই যারা খারাপ যে থাকা যায় তাই জানে না। সময়টা সেই সব শিশুদের কথা ভেবে সময় হোক; অপেক্ষা এখন সময়ের। ২২/১২/২০১৩, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।