আমাদের কথা খুঁজে নিন

   

সময়টা বর্তমান

বিস্ময় মুছে দিও না...

এই হাসি ও রোদন অস্তিত্বের দহন সয়ে আমি বর্তমান- চোখে দেখা ফুল মানবিক ভুল প্রবাহিত ধারায় নিত্য হাহাকার... মালিক-শ্রমিক সংঘর্ষ পুলিশের পরকিয়া হত্যা-ধর্ষণ উল্লাসে আমি বর্তমান- শিশুর শঙ্কা নারীর বিদ্রোহ আমেরিকার প্রচ্যভাবনা শববাহী আরব চীন-ভারতে কাঁটাতার... তত্ত্ব-তথ্য খেলায় আমি ও তুমি কে যে কার প্রভূ! সঙ্কিত কান্নাহাসি ভাবনার ফুরসতে মনে পড়ে রোমান দাস বিধ্বস্ত মুদ্রাবাজারে ব্রিটিশ প্রজারা প্রত্যহ দেবতা ভারে বিপদগ্রস্থ ঈশ্বর নরকের ভয়ে চুপসে কিসমিস এমনো সময়ে সুখ-অসুখে তুমি ও আমি মিলেমিশে সহবাসে সভ্যতার বর্তমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।