আমাদের কথা খুঁজে নিন

   

সময়টা এমনই...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

হতাশার ব্লু পেইন্টে রাঙানো দেয়াল জুড়ে গুম গুম করে বাজে বিষাদ,অবিশ্বাসের ছাতা নোনায় লেপটে গিয়েছে আমার,অথবা একটি নারীর শরীর... আশা,স্বপ্ন আর ব্যবধানের জাপটাজাপটি,ওদের দাঁতের কামড় এখন পুরো দেহে ছড়িয়ে গেছে, আমার এখন খুব সোহাগে ঘুমিয়ে যেতে ইচ্ছে হয়... এখন লড়াই করে ক্লান্ত আমি,চোখে আমার বড় পিছুটান, দূর্লভ শান্তির হাতছানিতে লোভী লাগে নিজেকে প্রতিদিন। আমি ঘুমাবো...... আমি ঘুমাবো। হ্যাঁ,যখন সঠিক সিদ্ধান্তটি নিতে পারার আনন্দে বিচলিত লাগে আমার,উল্লাসের ভানে ফেটে পড়তে ইচ্ছে করে,ঠিক তখনি দেবশিশুটি আমার মুখে চেয়ে থাকে সূর্য সমান বিষাদ নিয়ে.... সারা ঘরে রনিত হয় ধ্বনি --------- ''মা তুমিও কি আমাকে মেরে ফেলবে?''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।