আমাদের কথা খুঁজে নিন

   

কবির কলমে ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

মেঘ ছুঁই ছুঁই জলের বিকেল, নিকেল মাখা রোদের আলোয় বাতাস দিলে দোলা_ দুলতে থাকি, দুলতেই থাকি, আহা_ সহমরন অদৃষ্ট যেন, এক জীবনে যায়না কিছুই ভুলা ! চরণ ছুঁয়ে পড়ে থাকা, মরন মুখি মানুষ, কি তিব্রতায় যাচ্ছে ছুঁয়ে, থমকে যাওয়া পথের কিনার, মিনার গড়া বোধ ; চাকচিক্যে বাহারি কল্প, গল্পভুলা শৈশবে আজ চাদর মুড়ি, বুড়ির মুখটাই_ শুষে নিলো দুঃখ মাখা শোধ ! কে এই আমি, আমার জীবন, আমার সকল ছুঁয়ে থাকায়, জাগার জয়গান, পরান পাখি শিস্ দিয়ে যায় বনে_ কান্না ভুলে হাসতে থাকি, হেসেই উঠি, চমক লাগে, যেই দু'চোখে, তখন আমি মুখ লুকিয়ে আশ্রয় নেই, কাব্য কবির মনে ! এতো যে লেখা, এতো অনুভব, এতো সুরাসুর আমাকে ঘিরেই আবর্তিত, কলের পুতুল দম না নিলেই মরি_ ফুরিয়ে যায় অবুঝ ছন্দের দিন, তুলতুলে আদর মাখা ছোট ছোট কথার বাগান_ এখন হাঁপাই, এই বুঝি যাই পড়ি ! অনেক ব্যাধি, ক্ষতোও বেশ, দগদগে পোড়া হোঁচট খাওয়া আঘাত কি আর সারে কয়েক টাকায় কিনে ফেলা এক শিশি মলমে ! তাই চলিনা, পথ ছুটিনা, মুখ খুলিনা খুব হাটিনা, ধরে রেখেছি নীল রেটিনা সুযোগ পেলেই কালি হই কবির কলমে । লিখন জুন-০৬.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.