http://www.facebook.com/Kobitar.Khata
হারিছ তুমি যেখানেই থাক অতিসত্বর ফিরিয়া আসো। তোমার শোকে সারা জাতী কাতর। আমরা ১৪ কোটি বাঙ্গালী অশ্রুসিক্ত নয়নে তোমার আগমনের প্রহর গুনিতেছি। তোমার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির যে অভিযোগ রহিয়াছে তেমনটি অনেকের বিরুদ্ধেই রহিয়াছে। যাহারা ধরা খাইয়াছে তাহারা ইতিমধ্যে ''সসম্মানে'' জামিনে বাহির হইয়া গিয়াছে আবার কেউ কেউ সরকারী দলের আনুকূল্যে মামলা প্রত্যাহার করাইয়া পূর্বের কাজে লিপ্ত হইয়াছে।
আর যাহারা আত্মসমর্পণ করিয়াছে তাহারাও জামিন লইয়া আগের সেই ''স্বাভাবিক '' জীবনে ফিরিয়া গিয়াছে। সবাই আসিল শুধু তুমি আসিলে না। তুমি ফিরিয়ে আসিলে তোমারো কিছু হইবে বলে মনে হয় না। বড়জোর ১/২ মাস জেল খাটিতে হইতে পারে। তুমি যে বিপুল পরিমান টাকা দুর্নীতির মাধ্যমে গড়িয়াছ তাহা থেকে কিয়দংশ খরচ করিলেই আইনি ফাকফোঁকর গুলো বন্ধ করিয়া পূর্বের জীবনে ফিরিয়া যাইতে পারিবে।
আশা করি এই লেখা তোমার চোখে পড়িলে তোমার সকল প্রকার ভয় কাটিয়া যাইবে এবং তুমি আমাদের মাঝে প্রত্যাবর্তন করিবে।
দেশের ১৪ কোটি মানুষের পক্ষে
তোমার শুভাকাঙ্ক্ষী
হা..হা..হা..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।