আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার রাতে অথবা আগামীকাল শনিবার এই আলোচনা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলো  ডটকমকে জানিয়েছে।

ওই সূত্র জানায়, আলোচনার জন্য দুটি সময় রাখা হয়েছে। সুবিধামতো সময়ে বসা হবে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করতে চাই। আশা করি এর মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।’ তিনি শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

পদত্যাগ দাবি করে গত বুধবার থেকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ প্রশাসনিক ভবনে উপাচার্য আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে। উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার বিচার না হওয়াসহ মোট ১২ দফা দাবিতে তাঁরা এ আন্দোলন করছেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.