নবীন পথযাত্রী...... আমরা সবাই যুদ্ধাপরাধীর ফাসি চাইছি কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ওরা সবাই দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে সহায়তা করেছে আমরা ওইসব রাজাকারের ফাসির জন্য আজ গণজাগরণের জোয়ার গড়ে তুলেছি কিন্তু যাদের এতবড় সাহসিক প্রতিরোধ এবং যাদের প্রানের বিনিময়ে আজ আমরা এই স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি তাদের জন্য কি পারিনা আমরা কিছু করতে? জি, আমি সেইসব মহান মুক্তিযোদ্ধার কথা বলছি যারা স্বাধীনতার জন্য নিজের জীবনের ভয় করেননি বরং সব কিছু নিয়ে ঝাপিয়ে পড়েছেন দেশকে রক্ষা করার জন্য আজ ওইসব মুক্তিযোদ্ধারা অনেকে তাদের পরিবার নিয়ে জীবন সংগ্রামে পরাজিত আর অনেক শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের কেউ তাদের বাবাকে, কেউ তাদের স্বামীকে হারিয়েছে দেশের জন্য কিন্তু দেশ তার বিনিময়ে কি দিয়েছে সেইসব পরিবারকে? কর্মক্ষেত্রে সামান্য কিছু মুক্তিযুদ্ধ কোটা মোটেও যথেষ্ট নয়. সরকার তাদের সরকারী লোকদের কোটি কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি দিচ্ছে কিন্তু কোনো সরকার কি পারেনা ঐসব পরিবারকে খাদ্য ও বাসস্থানের পূর্ণ বেবস্থা করে দিতে? আমরা আমাদের প্রজন্মচত্তর থেকে কি আরেকটি দাবি উঠাতে পারিনা যেনো সরকার আমাদের সকল মুক্তিযোদ্ধার পরিবারকে খাদ্য ও বাসস্থান নিশ্চিত করে? সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কি পারিনা আমাদের বীরযোদ্ধাদের পরিবারের ভবিষ্যত জীবন কিছুটা নিশ্চিত করতে? দেশের সকল যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলনকারীর উদ্দেশ্যে বলছি, আসুন সমস্বরে বলি..... (মোবাইল থেকে লিখেছি তাই ভুল থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন ।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।