ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু এবং জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে 'গণ আদালতে' অভিযুক্ত দলটির সাবেক আমির গোলাম আযমকে নজরদারিতে রেখেছে সরকার।
জামায়াতের রাজনৈতিক গুরু গোলাম আযম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে যুক্তরাজ্যে যেতে দেওয়া হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন নীতি নির্ধারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলাম আযম গোয়েন্দা নজরদারিতে আছেন। "
প্রতি বছরই তিনি সন্তানদের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য যান জানিয়ে বড় মগবাজারে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ৮৭ বছর বয়সী আযম বলেন, "২০০৮ সালে আমার ওয়াইফ ভিসা পেলেও আমাকে ভিসা দেওয়া হয়নি। আমি ব্রিটিশ আদালতে আপিল করেছিলাম।
আপিলের রায় আমার পক্ষে হওয়ার পরও আমাকে যেতে দেওয়া হয়নি। "
আপিলের জবাবে যুক্তরাজ্য সরকার তার পক্ষেই রায় দিয়েছে জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশ সরকার আমাকে যেতে দিচ্ছে না। এবছর এপ্রিল মাসের ২৭ তারিখ আমার পাসপোর্ট নিয়ে গিয়েছে। "
এর আগে গোলাম আযমের সঙ্গে দেখা করতে চেয়ে তার বাড়ির সামনে থেকে দুই দিন ঘুরে এলেও দেখা করার অনুমতি মেলেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদকের।
মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে তার বাড়ির সামনের দোকানি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় বিকাল ৫ টার দিকে পাাশের মসজিদে নামাজ পড়ার জন্য তিনি বের হন।
৫ টা পর্যন্ত বাড়ির সামনে অপেক্ষা করার পর তিনি রুবেল নামে ১৩/১৪ বছর বয়সী একটি ছেলের কাঁধে ভর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযমের বিরুদ্ধে ১৯৭১ সালে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কাজে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।
মানবতার বিরুদ্ধে এসব অপরাধের বিচার করতে সরকার গত ২৫ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ অনুসারে বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে।
সরকার যুদ্ধাপরাধদের বিচার করতে যাচ্ছে, একারণেই কি আপনাকে দেশ ত্যাগ করতে দেওয়া হচ্ছেনা? এই প্রশ্নের জবাবে আযম বলেন, "এসব বিষয়ে আমি কিছু জানিনা। যুদ্ধাপরাধ কি আমি জানি না।
"
এর আগে গোলাম আযমের সঙ্গে যোগাযোগের চেষ্টায় তার যুক্তরাজ্য প্রবাসী দৌহিত্র নাবিল আল আযমীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি উত্তেজিত হয়ে যান। তিনি বলেন, "আমরা পারিবারিকভাবে প্রেসের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। "
"কিছু দিন আগে একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা বলেছিলাম তারা ভুল ও মিথ্যা তথ্য ছেপেছে। আমি আপনার কোনো প্রশ্নেরই জবাব দেব না", বলেন তিনি।
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বর্তমান সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গোলাম আযম সাহেব তার মগবাজার কাজী অফিস রোডের বাড়িতে আছেন।
নিয়মিত নামাজ আদায় করছেন। সংবাদিকদের সঙ্গে দেখা করেন না তিনি। "
গত ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
গোলাম আযমের বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগসমূহ: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে হানাদার পাকিস্তানি বাহিনীর গণহত্যা, লূণ্ঠন, অগ্নিসংযোগ, জনপদ ধ্বংস, নারী ধর্ষণ প্রভৃতি অপরাধমূলক কাজে মদদ দেওয়া।
নিজ উদ্যোগে শান্তি কমিটি, আল-বদর, আল-শামস বাহিনী গঠন এবং হানাদার পাকিস্তানি বাহিনীকে রাজাকার বাহিনী গঠন করায় প্রত্যক্ষ সহযোগিতা করে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, জনপদ ধ্বংসের নীলনকশা প্রণয়ন করে আল-বদর, আল-শামসকে দিয়ে মানুষ হত্যা করানো।
মুক্তিযুদ্ধ পরবর্তীকালে 'পুর্ব পাকিস্তান বাস্তবায়ন কমিটি' গঠন করে বিদেশি শত্র"র চর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা
ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র করে অপরাধ সংগঠন করা।
আনিসুজ্জামানের সাক্ষ্য:
গোলাম আযমের বিরুদ্ধে এ সব অভিযোগের প্রমাণ হিসেবে ১৯৯২ সালে গণআদালতে অধ্যাপক আনিসুজ্জামান বলেছিলেন "১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ শত্র"মুক্ত হলে গোলাম আযম পাকিস্তানে বসে মাহমুদ আলীসহ 'পুনরুদ্ধার কমিটি' নামে একটি সংগঠনের সূচনা করেন।
পূর্ব পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলার আয়োজন করেন এবং ১৯৭২ সালে গোলাম আযম লন্ডনে 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি' গঠন করেন এবং বাংলাদেশ রাষ্ট্র উচ্ছেদ করে আবার এই ভূখন্ডকে পাকিস্তানের অংশে পরিণত করার ষড়যন্ত্র করেন।
১৯৭৩ সালে ফেডারেশন অব স্টুডেন্টস ইসলামিক সোসাইটি'র বার্ষিক সম্মেলনে এবং ব্রিটেনের লেসটারে অনুষ্ঠিত ইউকে ইসলামিক কমিশিনের বার্ষিক সভায় তিনি বাংলাদেশবিরোধী বক্তৃতা দেন। ১৯৭৪ সালে মাহমুদ আলীসহ কয়েকজন পাকিস্তানিকে নিয়ে তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি'র এক বৈঠক করেন।
এই সভায় গোলাম আযম ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশের অভ্যন্তরে থেকে 'কাজ চালানোর' প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এভাবেই গোলাম আযম পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছেন। "
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।