আমরা, বাংগালীরা কখনো ফিফা বিশ্বকাপের মূল আসরে অংশ নিতে পারব কিনা সে বিষয়ে সংশয় থাকলেও বিশ্বকাপকে নিয়ে আমরা মাতামাতি করতে কখনো কার্পণ্য করি না। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যথারীতি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বকাপকে কেন্দ্র করে দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একটি আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠি অন্যটি ব্রাজিলের সমর্থকগোষ্ঠি। গ্রামগন্জ ,শহর , শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সবকিছুই যেন বিশ্বকাপের জোয়ারে ভাসতে থাকে।
দুদেশের পতাকায় বাংলাদেশের আকাশ ছেয়ে যায়। এবার বিশ্বকাপের খেলাকে কেন্দ্র করে বুয়েটের মত একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে কর্ত্রিপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বন্ধ ঘোষনা করতে বাধ্য হয়। এত কিছুর পরেও সেমিফাইনালে এসে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিদায়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা শেষ হয়ে যায়। সারা দেশে নেমে আসে শোকের ছায়া।
শেষপর্যন্ত্ জার্মানির বিদায়ে আর্জন্টিনার সমর্থকগোষ্ঠি একটু হলেও যেন সান্তনা খুজে পায় কারণ এই জার্মানির কাছেই হেরে আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়েছিল। তবে এবারের বিশ্বকাপ একদিক থেকে তাত্পর্যপূর্ণ । কারন এবারের বিশ্বকাপটি উঠে যাবে একটি আনকোরা নতুন দেশের হাতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।