শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি সমাধানে আমরা গতকাল (বৃহস্পতিবার) থেকে চেষ্টা করে আসছি। আমরা তাদের সঙ্গে আলোচনা করবো। তারা হয়তো আমার সঙ্গে আলোচনার জন্য আসবেন, তবে এখনো সময় চূড়ান্ত হয়নি। ”
সাধারণ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলীও জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছ। যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা বৈঠক বসেছেন।
বুধবার থেকে টানা তিনদিন ধরে পদত্যাগের দাবিতে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ শিক্ষক ফোরামের এই শিক্ষকরা।
টানা তিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সংকট নিরসনে রাষ্ট্রপিতির হস্তক্ষেপ চেয়েছেন, যার উত্তরের অপেক্ষায় রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ পদত্যাগ করতে বললে তিনি নির্দ্বিধায় তা মেনে নেবেন বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই সাবেক সভাপতি।
অন্যদিকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, ২৬ অগাস্টের মধ্যে উপাচার্য পদ না ছাড়লে তাকে বাধ্য করা হবে।
দুপুরে সাধারণ শিক্ষক ফোরামের সম্পাদক কামরুল আহসান সংবাদ সম্মেলন করে উপাচার্যকে পদ ছাড়ার এই আল্টিমেটাম দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।