আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরালের তুমি----একটি সনেট

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com

হাজারো পুষ্প ফোঁটা তোমার ও অধরে পাপড়িসম গোলাপরাঙা ঠোঁট দেখে, কত যে কবিতা, মহাকাব্য যাই লিখে- কাজল হরিনী নয়নের ভাষা পড়ে। হয়ত বা তুমি জানবে না তা কখনো, ভালবেসে যাব তবু মোহিনী, তোমায় সারা জীবন! কি বসন্তে, কি বরষায়, মহাপ্রয়ান কেড়ে যদি নেয়, তখনো! অনবসিত তিমিরে স্বপ্নাচ্ছন্ন প্রাণ রাঙি' যাও শিখাস্বরূপ আলতো ছুয়ে, মাতিয়ে তোলে তোমার সম্মোহনী ঘ্রান- মন তোমায় সাথি করে যায় হারিয়ে। বুকের গহীনে তোমার সুরভী ছোঁয়া, রচে কোন মধুযামিনী, জোছনা ধোয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।