আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরালের আমি

কাক ভেঁজা, ভেঁজা কাক স্মৃতি গুলো পড়ে থাক, পুরাতন আলমিরা থরে থরে ধুলো পড়া, দরজাতে কড়া নাড়ি। ভাত নাই, খালি হাড়ি জানালায় ঘুন পোকা মেয়েটা বড় একা, মেঝেটা ধুলো ঢাকা, জীবনের ছবি আঁকা। দেয়ালে জল ছবি, ভূলে যাওয়া দিন সবই। আসবাব ক্ষয়ে যাওয়া, এলো বুঝি ঝড়ো হাওয়া। আয়নায় মুখখানা, তার বুঝি সবই জানা। এলো চুল, নীল শাড়ী পথ চলা দায় ভার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।