আমাদের কথা খুঁজে নিন

   

খবরঃ দেশে S.M.S আদান প্রদান আশঙ্কাজনক ভাবে হ্রাস পেয়েছে

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
বিশেষ সংবাদদাতা আমাদের বিশেষ সংবাদদাতা জব্বার ওরফে জ্যাবস জানিয়েছেন চাঞ্চল্যকর একটি তথ্য। আর তা হল বাংলাদেশে এস এম এস আদান প্রদানের হার আশঙ্কাজনক ভাবে হ্রাস পেয়েছে এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা ফেইসবুক কেই দায়ী করছেন। অনেকে অবশ্য মিগ আই এম এবং ইয়াহু মেসেঞ্জারের কথাও বলেছেন। একজন বিশেষজ্ঞ ব্লগের কথাও বলেছেন, তবে এতে অনেকেই দ্বিমত পোষণ করেন। সারাদিন বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে থাকার কারণে কারও এস এম এস আদান প্রদানের প্রয়োজন পড়ছে না বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।

স্বনামধন্য একটি প্রাইভেট ভার্সিটির জনৈকা ছাত্রী বলেন, আগে তো “ও” কে অনেক S.M.S করতাম, কিন্তু এখন কলরেট এখন অনেক কম, তাই ফোনেই কথা সেরে নেই, S.M.S এর দরকার পরে না। জন্মদিনে বা বিভিন উৎসব-পার্বণে উইশ করার ক্ষেত্রেও S.M.S এর গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে অনেকাংশে। S.M.S করে উইশ করার পরিবর্তে ফেইসবুকেই কাজটা সেরে ফেলতে পছন্দ করেন বলে জানিয়েছেন অনেকে। রেডিও তোমার এর আর.জে. ঋাজু বলেন, কই আমাদের ষ্টেশনে তো অনেক এস এম এস আসে। আমাদের অনেক ভক্ত শ্রোতা তো, আমরা দেশের শ্রেষ্ঠ রেডিও ষ্টেশন... নিজে এস এম এস করেন কিনা জানতে চাওয়া হলে ঋাজু কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

অনেকেই আবার S.M.S কি জিনিস সেটাও ভুলে গিয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী রিলা কে জিজ্ঞেস করা হয়েছিল আপনি S.M.S করেন কিনা। রিলা উলটো এই প্রতিবেদক কে জিজ্ঞেস করেছেন, S.M.S বলে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? রিলা S.M.S শব্দটি শুনে ... মিনি স্কার্ট ছাড়া আর কিছুই মনে করতে পারছিলেন না বলে জানা গেছে। এই প্রতিবেদক দুঃখ প্রকাশ করে বলেন, গত তিন মাসে আমার মোবাইলে ১০৬ টি S.M.S এসেছে, তার মধ্যে ৯০ টিই নেটওয়ার্ক প্রোভাইডারের S.M.S। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের নেটওয়ার্ক প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো S.M.S আদান প্রদানের এই বেহাল দশায় খুবই উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গেছে।

দুদিনের মধ্যেই এ ব্যপারে ব্যাবস্থা গ্রহণ করে ধ্বসে পড়া এ খাতকে আবার সচল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান গুলোর শীর্ষ ব্যাক্তিরা। (সম্পুর্ণ কাল্পনিক ও উর্বর মস্তিষ্ক প্রসূত)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.