I realized it doesn't really matter whether I exist or not.
এবার ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের মহাসড়কের দু'পাশে গাড়ি-ঘোড়ার পাশাপাশি নৌকাও চলবে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। নগরীর মানুষের যানবাহনমুখিতা কমাতেই প্রধানত এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বিভিন্ন অনিশ্চিত সূত্রে জানা গেছে।
এই উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে ইতিমধ্যেই রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুরের ১ নম্বর সেকশনে মহাসড়কের মাঝামাঝি অবস্থানে খাল কাটার কাজ শুরু হয়ে গেছে। খোঁড়াখুড়ির কাজ গত দু'দিন ধরে চলছে বলে এলাকাবাসী আমাদের প্রতিবেদককে জানিয়েছেন।
রাস্তার দু'ধারে গাড়ি-ঘোড়ার পাশাপাশি মাঝখানে হ্রদের মতো পরিবেশে নৌ-ভ্রমণ শুধু যানজটই কমাবে না, বরং নগরীর সৌন্দর্যও বাড়াবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
দ্রষ্টব্যঃ রাস্তা খোঁড়াখুড়ির উৎপাতে অতিষ্ঠ হয়ে পোস্টটি লিখলাম। ছবি ভালো না আসার কারণ মানুষের ভিড়। মেইন রাস্তার মাঝে বিরাট এক গর্ত! এটা এতো ভিড় করে দেখার কী আছে আল্লাহই জানেন। ভিড় ঠেলে সামনে গিয়ে কোনোরকমে মোবাইলের ক্যামেরায় ছবি তোলা সম্ভব হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।