যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
আজকের আমাদের সময় একটা প্রতিবেদনে বাংলাদেশে বর্তমানে চলমান দূর্নীতি বিরোধী অভিযানে মামলা ও অভিযোগের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের দলগত অব্স্থানের একটা তুলনামুলক তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে সংসদ সদস্য ( যারা ক্ষমতা ব্যবহার করেছে) দলগত অবস্থান হলো:
১) জামায়াতে ইসলামী - ৫৮.৮২%
২) বিএনপি - ২৯.৮২%
৩) আওয়ামীলীগ - ১৪.২৯%
সহজ ভাবে বলতে গেলে বলা যায় - জামাতের অর্ধেকের বেশী, বিএনপির এক তৃতীয়াংশ আর আওয়ামী লীগের ৬ জনের একজন দূর্নীতিতে জড়িত ছিল।
বিস্তারিত বিবরনে দেখা যায় -
১) জামাতে সংসদ সদস্য ছিল - ১৭ জন।
২) দূর্নীতি দমন কমিশনে এই যাবত ২ জন মন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
৩) ৪ জন দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছে : - ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, গাজী নজরুল ইসলাম, মিজানুর রহমান ও শাহজাহান চৌধুরী।
৪) পলাতক ৪ জন ফরিদ উদ্দিন চৌধুরী, আব্দুস সুবহান ও মিয়া গোলাম পরওয়ার।
৫)ডা. তাহেরের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্নসাতের অভিযোগে মামলা হয়েছে।
৬) গাজী নজরুল ইসলামের নাম রয়েছে চিংড়ি ঘের, ২৫ বিঘা সম্পত্তিসহ অঢেল সম্পত্তি অর্জন এবং টিআর-এর পৌনে ২ কোটি টাকা আÍসাতের অভিযোগ রয়েছে।
৭) মিজানুর রহমান চৌধুরীর বাড়ি থেকে এবং মাওলানা আবদুস সুবহানের ব্যক্তিগত ক্লিনিক আল-আমানা থেকে ত্রাণের টিন উদ্ধার করা হয়েছে।
৮) শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
৯) মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে আসিফ জুট মিলের আড়াই কোটি টাকা আত্নসাতের অভিযোগে খুলনার খানজাহান আলী থানায় মামলা রয়েছে।
১০) মাওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে ত্রাণের টিন আÍসাতের অভিযোগ রয়েছে।
১১) দলের প্রধান কান্ডারী ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় দুদক গত রোববার অভিযোগপত্র দায়ের করেছে।
১২) দলের অপর নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহম্মাদ মুজাহিদ চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
১৩) মাওলানা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে কানাইঘাট থানায় মামলা হয়েছে।
এই হলো আমাদের দেশের সতলোকের শাসক কায়েমের উদ্দেশ্যে জোট করে নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলার পরও নারী নেতৃত্ব মেনে পাঁচ বছর ক্ষমতায় থাকার ফলাফল।
ধর্মের কথা বলে সাধারন ধর্মপ্রান জনতাকে বিভ্রান্ত করে যদি এই দলটি কোন দিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পুরোপুরি আসীন হতে পারে তবে - তাদের শাসনের প্রকৃত রূপ কি হতে পারে তার কি কোন একটা অনুমান করে পারছি?
***********
শিরোনামে এই বিরাট ঘটনার পর একটা ফাও দেবার কথা বলেছি। সেটা প্রকাশিত হয়েছে সমকালে। খবরে প্রকাশ :- নবীগঞ্জে জামায়াত নেতার বিরুব্দে প্রবাসীর জমি দখলের অভিযোগ।
হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াত নেতা মাওলানা মোস্তফা মিয়া ও তার সহযোগী সৈয়দ জুনেদ আলীর বিরুব্দে প্রবাসীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
লন্ডন প্রবাসী হাজি ছন্ধর মিয়া জানান, তার অনুপস্তিতে এলাকার প্রভাবশালী একটি চক্র তার সম্পত্তি প্রায় ২ একর জমি জবরদখল করেছে। অভিযোগকারী বলেন, প্রধান উপদেষ্টা বরাবর একটা অভিযোগ দাখিল করেছেন বলে পত্রিকাটি জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।