আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি কেজি চাল সংগ্রহে ৩ টাকা উৎসাহমূল্য ঘোষণা করেছে সরকার

রাত ও দিনের পার্থক্য সবাই বোঝে না

সংগ্রহ বৃদ্ধিতে প্রতি কেজি চালের সঙ্গে তিন টাকা উৎসাহমূল্য ঘোষণা করেছে সরকার। বেসরকারি মিল-মালিকদের সঙ্গে চুক্তি হওয়া দুই লাখ ৩৭ হাজার টন চালের ক্ষেত্রে এই সংগ্রহমূল্য প্রযোজ্য হবে। চলতি বোরো মৌসুমে চালের সংগ্রহমূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত তিন টাকা উৎসাহমূল্য গুদামে চাল সরবরাহের পর চালকল মালিকদের দেওয়া হবে। আজ বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চালের সংগ্রহমূল্য নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় খাদ্যসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপাতত চুক্তি অনুযায়ী পাঁচ লাখ টন চাল গুদামে তোলা হবে। সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি সাত লাখ টন চাল আপাতত সংগ্রহের কোনো উদ্যোগ নেওয়া হবে না। দাম কমলে সরকার তা সংগ্রহের চেষ্টা করবে। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রংপুর-দিনাজপুরসহ দেশের ধান-চালের বিভিন্ন বাজারে চালের দর বেড়ে ২৭ টাকা হয়েছে।

ধানের দামও বাড়তির দিকে। ফলে চালকল মালিকেরা সরকারের সঙ্গে চুক্তি করেও চাল দিতে পারছেন না। চালকল মালিকেরা চুক্তি অনুযায়ী চাল না দেওয়ার পরও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো উৎসাহমূল্য দেওয়া হচ্ছে কেন জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সরকারের আমলে পুলিশ-র‌্যাব দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করতে চাই না। আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান চাই। ’ সরকারি গুদামে খাদ্যের মজুদ বৃদ্ধি করতে বিদেশ থেকে চাল ও গম আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জন্য সাড়ে ১০ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে সাড়ে সাত লাখ টন গম এবং তিন লাখ টন চাল রয়েছে। চার লাখ ৫৬ হাজার টন গম এবং ৫০ হাজার টন চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট গম ও চাল আগামী মাসের মধ্যে শিগগিরই দেশে এসে পৌঁছবে। ২০০৯-২০১০ অর্থবছরের বাজেট থেকে এ খাদ্যশস্য আমদানি করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.