আমাদের কথা খুঁজে নিন

   

মায়ায় পড়েছি--প্রেমিকদের জন্য শুনিতব্য একটি গান



"মায়ায় পড়েছি"--ক্লোজআপ ওয়ান-২০০৮ তারকা সাজুর কন্ঠে গাওয়া একটি প্রেমের গান। গানের লিরিক আমার কাছে ভালই লেগেছে (হাজার হলেও একজন প্রাক্তন প্রেমিক বলে কথা!)। তাই সামুর প্রেমিকদের কথা বিবেচনা করে গানটি মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। কারো পছন্দ হলে শুনতে পারেন গানটি। লিরিক-- মায়ায় পড়েছি শিল্পী-- সাজু তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি তোমার বাড়ির ফুলগাছটার মায়ায় পড়েছি।

। তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি এই ভেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি হায় হায় হায়......হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি। তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছি তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি তোমার পড়ার টেবিলের মায়ায় পড়েছি তোমার বাড়ির ময়না পাখির মায়ায় পড়েছি এই ভেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি হায় হায় হায়......হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি। তোমার বাঁকা ঠোঁটের হাসির মায়ায় পড়েছি তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি তোমার চুলের গন্ধের আমি মায়ায় পড়েছি তোমার সুন্দর নাকের আমি মায়ায় পড়েছি এই ভেব না তোমার কায়ার মায়ার লোভে পড়েছি হায় হায় হায়......হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি। তোমার হেলেদুলে চলার মায়ায় পড়েছি তোমার চোখের চাহনির মায়ায় পড়েছি তোমার এলো কেশের আমি মায়ায় পড়েছি তোমার মুখের মিষ্টি কথার মায়ায় পড়েছি এই ভেব না তোমার কায়ার মায়ার লোভে পড়েছি হায় হায় হায়......হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।

তোমার লাল দোপাট্টার মায়ায় পড়েছি তোমার ঐ কপোলের টিপের মায়ায় পড়েছি তোমার পায়ের নুপূরের মায়ায় পড়েছি তোমার নাকের নোলকের মায়ায় পড়েছি এই ভেব না শুধু অলংকারের মায়ায় পড়েছি হায় হায় হায়......হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি। তোমার আলতা রাঙা পায়ের মায়ায় পড়েছি তোমার কানের ঝুমকো দুলের মায়ায় পড়েছি তোমার হাতের চুড়ির আমি মায়ায় পড়েছি তোমার গলার মালার আমি মায়ায় পড়েছি এই ভেব না শুধু অলংকারের মায়ায় পড়েছি হায় হায় হায়......হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি। ডাউলোড লিংকঃ মিডিয়াফয়ার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.