আমাদের কথা খুঁজে নিন

   

আশার কুহেলিকা মায়ায় -ছড়ার মেলা

যেতে যেতে কোনখানে,হয়ত পৃথিবীর এক কোনে..খুঁজে তারে পাব একদিন নিঃশ্চয়!

২৩. প্রতিদিন ভোরে স্বপ্নের ঘোরে, ঘুমচোখ মেলে খুঁজেছি তারে; ভেবেছি সে আছে সদা মোর পাশে! ২৪. যদিবা ব্যথাই দেবে, তবে কেন বেসেছিলে ভালো? আঁধারেই ভালো ছিলাম কেন দেখিয়েছিলে আলো? ২৫. আকাশ প্রদীপ তলে কতনা জোনাক জ্বলে তার থেকে ধার করে এতটুকু আলো টিপের মত পরিয়ে দিলে তোমার কপালে লাগবে কেমন বলো? ২৬. সুবকিছু ভেঙ্গেচুরে আমাকে শুন্য করে চলে গেছো তুমি আড়ালে অনুভবে। নিঃশ্বেষ প্রদীপ তলে হতাশার বহ্নি জ্বলে আশার কুহেলিকা মায়ায় পিছু কেন ডাক তবে? ২৭. স্বপ্নডানা মেলে, খুঁজেছি একদা তারে নিশীথ-রজনী ভোরে; কুহুকিনী, মায়াবী জালে জড়িয়ে মোরে গিয়েছে চলে দূরে; এ হৃদয় শুন্য করে। ২৮. তুমি নেই পাশে তাই হারিয়েছে ছন্দ জীবনের; এলোমেলো স্বপ্নগুলো যেন সুতো ছেড়া ঘুড়ি! (চলবে-->) আগের ছড়াগুলো পড়তে এখানে click করুনঃ Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।