আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ-নাশের প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া!

আমাদের মহামান্যা প্রধানমন্ত্রী - বাকশালী প্রশাসনের দায়ে শহিদ বংঙবন্ধু শেখ মজিবরের সুযোগ্য কন্যা - শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বেগম খালেদা জিয়া তার প্রাণ নাশের প্রচেষ্টা করেছিলেন। বিস্তারিত পড়ুন এই লিংকে Click This Link বেগম খালেদা আমাদের আওয়ামীদের পথের দিশারী শেখ হাসিনাকে প্রাণে মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন - কিন্ত পারেননি। এই অভিযোগ কতটা সত্য আমার জানা নেই - হয়তবা সত্যও হতে পারে। অথবা হতে পারে ইদানিং আমাদের শেখ হাসিনার CNN ও BCB কে দেয়া সাক্ষাৎকারের মত "গোলা পানির মত পরিস্কার" - মানে একেবারে নিম্নমানের মিথ্যা কথা! অভিযোগটা সত্যই হোক আর মিথ্যাই হোক - জোড় করে ক্ষমতায় থাকার জন্য কে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সবার কাছে দিনের মত পরিস্কার। ক্ষমতার লোভে কে দেশকে নৈরাজ্যে পরিনত করেছে তা শধু দেশবাসীই না বরং বিশ্ববাসীর কাছে জানা হয়ে গেছে।

ক্ষমতায় থাকার পায়তারায় একুশবিংশ শতাব্দীর বাকশাল - বিংশ শতাব্দীর অনেক স্বৈরাচারী, যুদ্ধপরাদী, ফেসিস্ট শাসকদেরকেও হার মানিয়েছে বলে আমার বিশ্বাস। ক্ষমতার অপব্যবহার করে এভাবে দুঃশাসনকারী অনেক দেখেছে বিশ্ববাসী - জার্মানীতে, জাপানে, চীনে, চ্যাক রিপাবলিকে, বসনিয়াতে, ইরাকে, লিবিয়াতে .... আরো অনেক, অনেক দেশে। স্বৈরাচারী, যুদ্ধপরাদী, ফেসিস্ট প্রশাসন কর্তাদের পরিনতি কিন্ত একই ধরনের। কোন স্বৈরাচারী, যুদ্ধপরাদী, ফেসিস্ট সরকার চিরদিন ক্ষমতায় থাকতে পারেনা - ইচ্ছা করেই হোক আর ইচ্ছা ছাড়াই হোক একদিন ক্ষমতা ছেড়ে মাটির নীচে যেতে হয়। না, সবাই মাটির নীচে যায় না - কিউ পুড়ে আগুনে, কিউ ভাসে ছাই হয়ে আর কতকে খুজেই পাওয়া যায় না।

ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদের মাননীয়াকেও গধি ছাড়তে হবে - এতে কোন সন্দেহ নেই আমার। আপনার কি কোন সন্দেহ আছে এতে?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.