আমাদের কথা খুঁজে নিন

   

আলোর খোজে

কিছু হাসি মানুষকে কাঁদায়, কিছু হাসি মানুষকে আনন্দিত করে।

আমার জীবনে এখন নিশি কালো অন্ধকার। সেই সুখময় সকাল কবেই করেছি পার। আমার জীবনে ডানে, বামে, সামনে, পিছনে, উপরে নিচে সবখানেই কেমন যেন শূণ্যতা। যেন রাতের আকাশের মতো চন্দ্রহীন নীরবতা। এরই মাঝে হেটে চলেছি আমি সামনের দিকে প্রতিটি পদক্ষেপ আমার সতর্কময়। প্রদীপ হাতে ঐ দূরে কে যেন ডাকে আমায় কোন এক আলোকিত নারী চোখ তার স্বপ্নময়। ভয় হয়, কাছে গেলে যদি তার প্রদীপ নিভে যায় আলোহীন হয়ে যদি আধাঁরে হারায়। তবে কোথায় পাবো তারে? হৃদয়ের কাছে একান্ত আপন করে???????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.