আমাদের কথা খুঁজে নিন

   

বিজিএমইএ: দেখুন কিছু লুটের নমুনা

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। আমার কবি বন্ধু সবুজ তাপসের একটা উক্তি হচ্ছে এই রকম, জগৎ দুঃখ ময়। আজ একটা দৈনিকের রিপোট পড়ে মনে হলো, পুরো দেশটাই যেন গার্মেন্টস মালিকদের বাপের সম্পর্ত্তি।অন্য শিল্পখারকানা যেখানে সরকারকে কর দেয় মোট আয়ের ৪২ভাগ সেখানে গার্মেন্টস মালিকদের কর দিতে হয়.৮০ভাগ গত বছর এলটিইউভুক্ত ৩৫০টা শিল্প প্রতিষ্ঠান কর দিয়েছে ৯৭৩১ হাজার কোটি টাকা, সেখানে সাড়ে পাঁচহাজারের উপর গার্মেন্টস মালিক কর দিয়েছে ৮৮৬কোটি টাকা, অন্য যে কোন শিল্পের জন্য ব্যাংকের সুদের হার ১৩% অথচ গার্মেন্টস মালিকদের জন্য সুদের হার ৭% ভাগ। শ্রমিকের শ্রম শোষণ আর রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় আজ এই মালিকরা পরিণত হয়েছে খুনি ড্রাকুলাতে। এমন ড্রাকুলার সংখ্যা জাতীয় সংসদে ১২৫জন। এই খুনি গার্মেন্টস মালিকদের হাতে শুধু গার্মেন্টস শ্রমিক নয়, পুরো জাতিই বন্ধি হয়ে পড়েছে।তাই মনে রাখতে হবে গার্মেন্টস শ্রমিকের আন্দোলন শুধু তাদের নয়। সমস্ত মানবিক দায়বোধ সম্পূন্ন মানুষের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.