আমার আমি ....
সাভারে স্মরণকালের ভয়াবহ ভবন ধ্বসে ৩ শতাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার ও আহতদের সহায়তা প্রদানের জন্য ৮ কোটি টাকার তহবিল গঠন করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ বাদে তৈরি পোশাক খাতের অন্য সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচার্স এন্ড এক্সপোর্টাস এসোশিয়েসন (বিকিএমইএ) ১ কোটি টাকার অনুদান দিচ্ছে। এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) ১ কোটি টাকা অনুদান দিচ্ছে। অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র ২৭ জন পরিচালক মিলে ১ কোটি ১০ লাখ টাকা, বিজিএমইএ’র অফিস সংশ্লিষ্টরা দিচ্ছেন ৫০ লাখ টাকার অনুদান।
বিজিএমইএ’র বর্তমান সভাপতি আতিকুল ইসলামের কোম্পানি ইসলাম গ্রুপ থেকে আরো ৫ লাখ টাকার অনুদান দেয়া হবে বলে জানানো হয়েছে।
সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের ওনাস গ্রুপ দিচ্ছে ৫ লাখ টাকা, সালাম মুর্শেদীর এনভয় গ্রুপ ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে এবং এ কে আজাদের হা-মীম গ্রুপ দিচ্ছে ২৫ লাখ টাকা। কমপক্ষে ২৫ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে স্কয়ার গ্রুপ, ওপেক্স গ্রুপ।
এছাড়া ২১ লাখ করে টাকা দিচ্ছে আবাসন শিল্প সংশ্লিষ্ট সংগঠন রিহ্যাব এবং বিজিএমইএ নির্বাচনী প্যানেল ফোরাম।
২০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে নিউটেক্স গ্রুপ। ১৫ লাখ টাকার অনুদান দিচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপ।
১০ লাখ করে টাকা দিচ্ছে সিপাল গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, নাসা গ্রুপ, দিগন্ত গ্রুপ, আল মুসলিম গ্রুপ, ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেড, তুসুকা ফ্যাশন লিমিটেড, হান্নান নিট এন্ড টেক্সটাইলস, টি আর জেড গার্মেন্টস লিমিটেড, ডি এন্ড এস প্রিটি ফ্যাশন লিমিটেড।
৮ লাখ টাকার অনুদান দিচ্ছে ড্রেসম্যান গ্রুপ। ৫ লাখ টাকার অনুদান দেয়ার তালিকায় রয়েছে মো. শাকেরের মালিকানাধীন ইসলাম গ্রুপ, সাইনেস্ট গ্রুপ, এমটারনেট গ্রুপ, শারমিন গ্রুপ, টিম সাওয়ারস, মাসকট গার্মেন্টস লিমিটেড, আজমত গ্রুপ, পিপলস গ্রুপ, সাভার টেক্সটাইলস লিমিটেড, উর্মি গার্মেন্টস, রেডিয়্যান্ট গ্রুপ, অনন্ত এ্যাপারেলস লিমিটেড।
এছাড়া ৩ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে ইয়ুথ গ্রুপ এবং ইমপ্রেসিভ গ্রুপ।
অনুদানের টাকা নিহতদের পরিববারের সদস্যদের দেয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা এবং পুর্নবাসনের কাজে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ ২য় সহ-সভাপতি এস এম মান্নান কচি।
তিনি বলেন, অনুদানের পরিমাণ আরো বাড়তে পারে। দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর নৈতিকতা বোধ থেকেই মালিকরা এভাবে এগিয়ে আসছেন। যা এ শিল্পের জন্যই ভালো (Utpal Das এর ফেসসবুক স্ট্যাটাস থেকে সংবাদটি সংগৃহীত) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।