আমাদের কথা খুঁজে নিন

   

শাহ্‌বাগ মোড়ে

কে্উ তো এক বারও বলেনি,কেউতো একবারও ভাবেনি

হঠাৎ varsity লাইফে এসে লক্ষ্য করি, আমার জীবনে প্রথম প্রেম তো এসেছিল বহুত আগে! সেই গুড়া কালে। তখন বুঝতে পারিনি যে আমি প্রেমে পড়েছিলাম, তবে এটুকু বুঝতাম তার সাথে থাকতে আমার ভাল লাগতো। মেয়েটা আমার চেয়ে অনেক বড় ছিল, আমার school-এ পড়তো ,আমি পড়তাম three- তে আর সে পড়তো six - এ তো যাই হোক ,আমাদের প্রেম ছিল অসম কিনতু তাকে ছাড়া আমার ভালো লাগতো না ,আমি প্রতিদিন তার জন্য wait করতাম । আমি তার দিকে তাকিয়ে থাকতাম ,মনে হতো ...........। এক দিন তাকে চিঠি লিখলাম তো কাকে পিওন বানাবো ,তো মনে হলো আমার এক চাচাতো বোন ওর সাথে পড়তো তাকে আমার চিঠি খানা তাকে দিলাম ,সে বলল এটা কি আমি বললাম কিছু না ,সে কাগজ টি খুলল দেখে চিতকার দিল আমি ভয় পেলাম ,তো চলে আসলাম ,আমি school থেকে বাড়ি ফেরার পর ভয়ে ভয়ে বাসায় গেলাম , ব্যাগ রাখার পর মনে হলো পিঠে কি জেনো বিশাল পরলো, মা একটা ইয়া বড়ো লাঠি নিয়া এমন মার দিলো যাক আমি আর কিছু বলতে চাই না.....।

পরে শুনলাম আমার চাচাতো বোন আমার সাথে প্রতারনা করছে,চিঠি খানা সবাই কে দখাইছে আবার ঐ মেয়ে কেও দেখাইছে বাড়িতে যারা ছিলো সবাই আমাকে নিয়া মজা করতো আমার কাহিনি তো ..........। পরে অনেক দিন পর সবাই ব্যাপারটা নিয়া হাসাহাসি করছে। ঐ মেয়ে পরে আমাকে দখলেই হাসতো ,সেই মেয়ের সাথে অনেক দিন আর দেখা হয় নাই ,আমি ঢাকা আসায় ,আমিও কাউকে কিছু বলি নাই ,কারন চোরের মন পুলিশ পুলিশ। সে কাহিনি যাক আসল কথায় আসি ,কিছু দিন আগে বাসে করে শাহ্‌বাগ আসছিলাম তো বাসে ছিট না পেয়ে পছনের দিকে পা দিছছলাম তো আমাকে কে যেনো ডাক দিলো তো আমি ভুল ভাবলাম ,আমাকে "এই" কে ডাকবে তো পিছন দিকে তাকিয়ে ছি দেখলাম একটা মেয়ে(কচি না) ডাকছে ,আমি গাল্যাম ,বলল তুমি যুবরাজ না ,আমি বললাম হ্যা,আমি তাকে চিনতে পেরে ছালাম দিলাম ,বলল তুমি তো অনেক বড়ো হোইছো,তুমি ছোটোবেলায় পাজি ছিলা ,(বাসে দেখলাম কেউ শুনছে নাকি )পরে জোর করে বাসায় নিয়া গ্যালো ,আমি তো আধা মরা হইয়া গ্যালাম.পরে তার জামাই-র লগে পরিচয় করাইয়া দিলো,তার ছোটো মেয়ে কে ডেকে এনে বলল ,এটা তোমার মামা হয়,আমি মনে মনে বলি চোপ আমার তর বাবা হওয়ার কথা ছিলো ,কপাল দোষে হোইতে পারি নাই। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম,আর মনে মনে ভাবি আর নিজে কে বলি মামা তুমি একটা জিনিষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।