তোমায় দেখলে, ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আবার জীবন.........................।
বাংলার বাউল সংস্কৃতির ধারায় লালন শাহ্ সর্বশ্রেষ্ট ব্যাক্তিত্ব হিসেবে সীকৃত। তাঁর প্রতিভা এবং প্রয়াসে বাউল সাধনাকে তিনি বিকাশের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান এবং তাঁর সাধনায় বাউল গানের একটি স্বতন্ত্র ধারা সৃস্টি হয়। ফকির লালন শাহ্ ছিলেন বাউল সাধনার শ্রেষ্ট ভাষ্যকার। বিগত প্রায় দুই শতক ধরে তাঁর গান বাঙালীর মরমী মানসের ক্ষুধা-তৃষ্না মিটিয়ে আসছে।
লালন শাহ্ লৌকিক বাংলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ধর্মিয় নেতৃপুরুষ, সমাজ সংস্কারক ও লোকায়ত দার্শনিক। গ্রামীন বাংলার ভাব আন্দোলনে তাঁর ভুমিকা অনস্বীকার্য। লালন শাহের মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা এবং মানব মহিমাবোধ তাঁর বাউল চরিত্রে একটি দুর্লভ মাত্রা যোগ করেছিল। আবহমান বাংলা সংস্কৃতির এই কালজয়ী ধারক ও বাহকের মুল্যায়ন করতে যদি কারো দ্বিধা থাকে তবে তাকে কি আমরা বাঙালী বলতে পারি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।