আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে কি গেছি সবই?

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

হঠাৎই ভোরে ঘুম ভেঙ্গে গেল, নীলাভ আলোর রেখা অযাচিত হয়ে আজো দেখা দিল। ঘুম ভেঙ্গে গেল আমার পেছনের টানে, স্বপ্নের মোহে, প্রিয় যে ছিল তার কথা ভেবে। শেষ কবে হেটেছি দু’জনে নিবিড়ভাবে, তাও আবছায়া আজ । বর্ষার এই দিনে কখনো কখনো ভিজতে চাইতো আমার হাত ধরে, ভিজতাম না; পত্রঝরা পল্লবের মতোই ঝরে যাবে দেহ,এই ভয়ে। শঙ্কা যে কাল হবে বুঝিনি। নেই কিছু এখন আমার পাশে, পুরানো চিঠির বাক্স, প্রিয় ফুলদানি আর পার্কার পেন, এম এম এস-এ তার হাসি মাখা ছবি, কিছুই নেই আজ, ভুলে কি গেছি সবই ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.