আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণ কাব্য

তারা ভরা রাতের নিষাচর...

কাব্য আমার জীবন মরন কাব্য সুখবর, কাব্য তুমি ভালবাসা অবুঝ প্রেমিক প্রবর। কাব্য নিয়ে সপ্ন আকা সপ্ন নিয়ে খেলা, তপ্ত হৃদয় একলা দুপুর ক্লাণ্ত অবর বেলা। কাব্য আমার অনেক ভাবনা অল্প কথায় প্রকাশ, তোমার চোখে তাকি্য়ে দেখা আমার সর্বনাশ। ছন্দ খুজে ছন্দ হারা নীল বেদনায় আকা, চোখের জলে হারিয়ে যাওয়া হৃদয় যখন ফাকা। কাব্যে লিখি প্রেমপত্র, আনেক ভলবাসা, নীল হৃদয়ের উজাড় করা স্বপ্ন নামক আশা। সুর ছন্দে মিলি্য়ে দিয়ে তানপুরারই গান, শব্দ খুজে মিলিয়ে নেয়া হৃদয় আভিধান। কাব্য আমার একলা থাকা, একলা হৃদয় তান, কাব্য আমার সব হারিয়ে অবুঝ আভিমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।