নিজেকে সাজাব উঠার আগে রবি
স্বপ্ন ঝরা সকাল বেলা
সোনালী রোদ উঠে,
জুই চামেলি গোলাপ বকুল
ফুল বাগানে ফুটে।
চাদ সুরুজ আর গ্রহ তারা
মুগ্ধ হয়ে থাকে,
পাহাড় নদী ঝরণা ধারা
আকুল করে ডাকে।
নীল আকাশে সুবাস মাখা
তারার জলমলো,
রাতের বেলা জোনাক জ্বালায়
অন্ধকারে আলো।
বারান্দাতে পদ্য লেখার
যুদ্ধ করি মনে,
প্রজাপতি রঙ্গিন ডানায়
উড়ে পাশের বনে।
বর্ণমালার স্বর্ণ বুনি
ভালবাসার খাটে,
জোসনা রাতে আঙ্গিনাতে
বসি কাব্যপাঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।