ব্রাজিল দল নিয়া এককান তথ্য দিবার চাই , যদিও তদন্ত কমিটি তদন্ত করে যাচ্ছেন, তদন্ত শেষ না হওন পর্যন্ত আইন মতে প্রকাশ করা ঠিক না, তবুও হিন্টস টা দিতে চাই..
শুনুন প্রিয় ব্রাজিলিয়ান সাপোর্টার ভাই ও বোনেরা প্রতমেই বলে নেই আপনারা মাইন্ড কইরেন না। কারন এটা আপনাদের-ই বক্তব্য।
আমার এককান পুষ্টে আমি লিখেছিলাম ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নের এ কেমন খেলা..... । এর উত্তরে অনেক ব্রাজিলিয়ান সাপোর্ঠাররা আমাকে ভুল ধরিয়ে দিয়ে বলেছেন ৫বার না ব্রাজিল ৬ বার বিশ্বচ্যাম্পিয়ন।
আমি তো গাছ থেকে পরলাম, ৬বার! তা তো জানতাম না ।
আমি তো চিন্তায় পরে গেলাম কারন সামনে বিসিএস সহ অনেক পরীক্ষায় এই রহম প্রুশ্ন আসতে পারে। ভাবলাম টিকাছে আমি এতদিন ভুলজানতাম। তারপর উল্ল্যেখ আছেএই বার সহ ৬ বার!! তখন তো এক্কেবারে টাসকি খাইয়া গেলাম , এ কেমন কথা? খেলার তো এখোনো অনেক বাকী। আমার প্রশ্ন এইহানেই।
আচ্ছা বলুন গোয়েন্দাদের কি কাজ? গোপন তথ্য উদঘাটন করা।
ঠিক?
প্রথমে আমাদের দেশের রাজনীতি নিয়েই বলি, যদি নির্বাচনের আগে কোন দলের প্রধান বলেন যে নির্বাচনে আমরা জিতে গেছি, মানে আমি মন্ত্রীত্ব পাইয়া গেছি, এবং যদি সত্যি-ই জয় লাভ করেন , তখন কিন্ত তদন্তে বের হবে এর মদ্যে কোনো ভেজাল ছিলো। হতে পারে উপর থেকে নিচ পর্যন্ত প্রশাসনের সকল স্তরে চুক্তি করে এটা হয়েছে, বলুন ঠিক কি-না।
বিরোধী দল অবশ্যই তদন্তে তা বের করবেন। এ নিয়ে আর বললাম না...
গোয়েন্দা সূত্রে জানা গেছে ব্রাজিলের সাপোর্টাররা ঠিকই বলেছেন। কারন সামনের খেলাটাতে পর্তুগালের সং্গে তারা না-কি একটি চুক্তি করতে যাচ্ছে।
এভাবে ৬ ষ্ঠ বারের মতো কাপ নেবার জন্য ব্রাজিল না-কি কোটি কোটি ডলার নিয়া সামনের দলগুলিকে নিয়া চুক্তি করতে যাচ্ছে, আর এই খবর শুধু তাদের সাপোর্টার-ই জানেন। এটা নিয়া ফিফা সিদ্দান্ত নিয়েছে এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, ইন্টারপোল সহ বড় বড় গোয়েন্দা দলকে নিয়োগ দিবে। এটা আমি প্রথমে বিশ্বাস করতে চাই নাই, কিন্তু পরে মনে হলো এটাও রাজনীত এর মতো হতেও পারে.....
আমরা এটাকে প্রমান করবো সব খেলার শেষে , ব্রাজিল যদি সামনের খেলা সহ সব খেলাতেই জেতেন, তা হলে ধরে নিবো এটা সত্যি ঘটনা, আর যদি স্বভাবতই হারে তাহলে মনে করবো এটা গুজব ছাড়া কিচু না।
বিঃদ্রঃ- ব্রাজিলের সাপোর্টারদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সব খেলা শেষ না হতেই এই বারের চ্যাম্পিয়ন বলাতে তদন্তটি হচ্ছে। এর রেজাল্ট টি দেয় হবে ১১ ই জুলাই ফাইনাল খেলার পরে, এতদিন তদন্ত চলবে.............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।