আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চুপ বিকেল বেলা...

প্রিয় মাধবীলতা...

একাকী নিশ্চুপ বিকেল বেলা ধীরলয়ে পশ্চিমে সূর্যের হেলে পড়া তোমায় বিদগ্ধ হৃদয়ে চিঠি লেখা আর কবিতার খোলা আকাশে উল্লাস। ফুলশয্যা নয় ভালবাসার গতিপথ তবু চলমান অবাক ভালবাসা আমি পাষাণ নই,তুমিও নও শুধু আবেগ যে আজ আততায়ী। কষ্ট হয় সত্যি বলছি মেনে নেয়া যায় না বাস্তবতা জীবন গল্প দৌড়ে বেড়ায় বছর পেরিয়ে আজো সঙ্গী আমার একাকী নিশ্চুপ বিকেল বেলা। ২৩।০৬।২০১০ © ফয়সাল বিন হাফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।