আমাদের কথা খুঁজে নিন

   

এসএমই’র অন্তর্ভুক্ত হবে সাইবার ক্যাফে



ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিসের আওতায় মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর বিষয়টি নীতিগতভাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামীতে মাত্র বিশ টাকা খরচ করলেই দেশের যেকোনো স্থানে মোবাইলের মাধ্যমে এক হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে। আর সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে খরচ পড়বে ১১০ টাকা। এই অর্থ নেয়া হবে কমিশন চার্জ হিসেবে। প্রাথমিকভাবে দেশের এক হাজার ৬০০টি বিভাগীয় ডাকঘরে মোবাইল ফোনের মাধ্যমে এই অর্থ পাঠানো যাবে।

পরে আট হাজার ৫০০টি গ্রামীণ ডাকঘরেও এ সার্ভিস চালু করা হবে। এ জন্য এক ধরনের এজেন্টও নিয়োগ দেয়া হবে। তারাই গ্রাহকদের কাছে মোবাইলে পাঠানো অর্থ হস্তান্তরের দায়িত্বে থাকবেন। ডাক ও টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্যগুলো জানা গেছে। মোবাইলে টাকা পাঠানোর ব্যবস্খা চালু হলে আগামীতে প্রচলিত ‘মানি অর্ডার’ ব্যবস্খার বিলুপ্তি ঘটতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রীর অনুমোদন পাওয়া গেলেই কমিশনের এই হার কার্যকর হবে। এ মাসের ২৭ তারিখ থেকেই সারা দেশের ডাকঘরে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর বিষয়টি শুরু করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ডাক বিভাগ। ইতোমধ্যে পরীক্ষামূলক কয়েক জায়গায় মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর কাজ শুরুও করা হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ডাক অধিদফতরের আওতায় ইলেকট্রনিক মানি সার্ভিস চালু করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

প্রস্তাবে বলা হয়ন্ধ মোবাইল মানি ট্রান্সফার চালু হলে ডাক বিভাগের ব্যবসা ও আয় বৃদ্ধি পাবে। ধারণা করা হচ্ছে মোবাইল মানি ট্রান্সফার চালু হলে প্রতি বছর ৫ থেকে ১০ লাখ টাকা করে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধি পাবে। প্রচলিত পদ্ধতিতে মানি অর্ডারে পাঠালে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাপকের হাতে সেই অর্থ পৌঁছতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যায়। কিন্তু তথ্যপ্রযুক্তি বিশেষ করে কম্পিউটার, ই-মেইল ও এসএমএস ব্যবহার করে মোবাইলের মাধ্যমে টাকা পাঠালে তা মুহূর্তের মধ্যে দেশের যেকোনো স্থানে পৌঁছে দেয়া সম্ভব হবে। সূত্র জানায়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাকা পাঠানোর ওপর ভিত্তি করে কমিশনের হার কী হবে তারও একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে মোবাইল ইলেকট্রনিকস মানি ট্রান্সফারের ক্ষেত্রে কমিশনের হার প্রথম এক হাজার টাকা পাঠানোর জন্য কমিশন হবে ২০ টাকা এবং পরে প্রতি এক হাজার টাকার জন্য হবে ১০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, পল্লী এলাকায় অবস্থিত ডাকঘর থেকে ইলেকট্রনিক মানি ট্রান্সফার পরিশোধে বিলিকারী অফিস যদি বিভাগীয় শহরের বাইরের ডাকঘর হয় সে ক্ষেত্রে গ্রামীণ ডাকঘরগুলোতে পর্যাপ্ত সরকারি টাকা রাখা হয় না। তাই মোবাইল মানি ট্রান্সফার টাকা তাৎক্ষণিক ‘এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট (ইডিএ) বা এক্সট্রা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট (ইডিডিএ)’ ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য তারা নির্ধারিত হারে কমিশনও পাবেন। এ ক্ষেত্রে এক হাজার পর্যন্ত টাকা পাঠাতে যে ২০ টাকা খরচ পড়বে তার ১৪ টাকা কমিশন হিসেবে ডাক বিভাগ পাবে এবং বাকি ছয় টাকা পাবে ইডিএ বা ইডিডিএ।

বাদবাকি কমিশনও একই হারে নির্ধারণ করা হয়েছে বলে সূত্র উল্লেখ করেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.