আমাদের কথা খুঁজে নিন

   

এসএমই ঋণে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ

বৃহস্পতিবার ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সার্ভিস চার্জ, ম্যানেজম্যান্ট ফি, রিস্ক প্রিমিয়ামসহ প্রভৃতি নামে সুদ বা মুনাফার অতিরিক্ত অর্থ আদায় করছে কয়েকটি ব্যাংক।  বাংলাদেশে ব্যাংকের এসএমই ঋণ তদরকি কার‌্যক্রমে এবিষয়টি প্রমাণিত হয়েছে।”
ভবিষ্যতে এ ধরনের কোনো চার্জ বা ফি আদায় থেকে বিরত থাকতে ব্যাংকগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানান তিনি।
নির্দেশনায় বলা হয়েছে, “এসএমই খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ডকুমেন্টশন চার্জ এবং আর্লি স্টেটমেন্ট ফি বাবদ ঋণের বকেয়া স্থিতির ওপর সর্বোচ্চ দুই শতাংশ চার্জ ছাড়া কোনো প্রকার সার্ভিস চার্জ ব্যাংকের সিডিউল অব চার্জেস-এ অন্তর্ভুক্ত করা যাবে না এবং গ্রাহকদের কাছ থেকে আদায় করা যাবে না।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.