বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) এসএমই খাতে ৪১ হাজার ৮৪৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
এটি এ বছরের এসএমই ঋণের লক্ষ্যমাত্রার ৫৬ দশমিক ৪১ শতাংশ।
বিতরণ করা ঋণের মধ্যে ব্যবসা উপ-খাতে গেছে ২৭ হাজার ৭৭০ কোটি টাকা, যা বিতরণ করা এসএমই ঋণের ৬৬ দশমিক ৩৬ শতাংশ।
আগের বছরের একই সময়ে এ উপ-খাতে ঋণ দেয়া হয়েছিলো ২০ হাজার ১৫৪ কোটি টাকা, যা ছিলো ওই সময়ে বিতরণ করা ঋণের ৬২ দশমিক ৪৮ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রস্তুতকারক উপ-খাতে গেছে ২৮ দশমিক ৩৬ শতাংশ ঋণ।
এই উপ-খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ১১ হাজার ৮৬৯ কোটি টাকা।
গত বছরের একই সময়ের এ উপ-খাতে বিতরণ করা ঋণের হার ছিলো ৩২ দশমিক ৪৪ শতাংশ।
সবচেয়ে কম ঋণ বিতরণ করা হয়েছে সেবা উপ-খাতে। এ উপ-খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ২ হাজার ২১০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৫ দশমিক ২৮ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ১৮৭ কোটি টাকা।
সম্প্রতি বেশ কয়েকটি নতুন ব্যাংক কার্যক্রম শুরু করায় বছর শেষে এখাতে লক্ষ্যমাত্রার বেশি ঋণ বিতরণ হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
গত বছর এসএমই খাতে লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছিলো। ২০১২ সালে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে ৫৯ হাজার ১৩ কোটি টাকার লক্ষ্যমাত্রা বিপরীতে ৬৯ হাজার ৭৫৩ কোটি টাকা ঋণ বিতরণ করতে সক্ষম হয়।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এই ছয় মাসে এসএমই খাতে বিতরণ করা ঋণের মধ্যে ১ হাজার ৪৯৩ কোটি টাকা ঋণ পেয়েছেন নারী উদ্যোক্তারা। ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পেয়েছেন ১৭ হাজার ৮৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের মহা-ব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেড ফাইন্যান্সিং করার বিষয়ে ব্যাংকগুলোর ঝোঁক বেশি। তবে শিল্প উদ্যোগেও ঋণ বিতরণ হচ্ছে। যদিও তা গতবছরের তুলনায় একটু কম। ডিসেম্বর শেষে আশা করছি শিল্প খাতেও আশানুরুপ ঋণ বিতরণ হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক খাতভিত্তিক(ক্লাস্টার) ঋণ প্রদানে ব্যাংকগুলোকে উৎসাহিত করছে।
”
ট্রেডে ফাইন্যান্সিং বেশি হলেও তা অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত করছে বলে জানান তিনি।
“এতে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। ”
এসএমই ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা তলে ধরে সুকোমল চৌধুরী বলেন, প্রকৃত উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এসএমই বিভাগ থেকে মাঠ পর্যায়ে ঋণের মান পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রকৃত উদ্যোক্তা ঋণ পেয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।