আমাদের কথা খুঁজে নিন

   

কাকার লাল কার্ড

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!

ব্রাজিলীয় ছন্দ, গোল, সাম্বা সবই ছিলো দ্রগবার আইভরিকোস্টের বিপক্ষে সকার সিটি স্টেডিয়ামে। তারপরও কোথায় যেনো অতৃপ্তি ব্রাজিল সমর্থকদের। কারণ একটাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠার আভাস দেয়া কাকার লাল কার্ড। শেষ জয় নিয়ে মাঠ ছেড়েছে দুঙ্গা বাহিনী। এতে লুইস ফ্যাবিয়ানো করেছেন জোড়া গোল।

এলানোর একটি। তিন গোলের দুটিতে বড় অবদান তারকা খেলোয়াড় কাকার। ফলে ৩-১ গোলের জয়ে আফ্রিকা বিশ্বকাপের নকআউট পর্বে স্থান করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ব্রাজিল-আইভরিকোস্টের খেলার শুরু থেকেই জমে উঠে গুরু-শিষ্যের লড়াই। গুরু গোরান এরিকসনের আইভরিকোস্ট শেষ হেরে যায় তারই এক সময়ের শিষ্য কার্লোস দুঙ্গার ব্রাজিলের কাছে।

খেলার প্রথম ১০ মিনিট এলোমেলো খেললেও ২৫ মিনিটে আইভরিকোস্ট শিবিরে প্রথম আঘাত হানেন সেনেগালরা। রবিনহোর কাছ থেকে বল পেয়ে তীব্র গতিতে আইভরিকোস্টের রক্ষণ ভাগে ঢুকে পড়েন কাকা। কাকার পাস থেকে মাত্র ৮ গজ দূর থেকে ডি বক্সের এক কোণ থেকে বল জালে জড়ান ফ্যাবিয়ানো। এরপর বেশ কয়েকবার ব্রাজিলীয় রক্ষণভাগ ভাঙতে চেষ্টা করেছেন দিদিয়ের দ্রগবারা। খেলার ৩৯ মিনিটে আরুনা দিনদারের আচমকা শট ব্রাজিলিয়ান গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেলে সমতা আনার প্রথম সুযোগ নষ্ট হয় আইভরিয়ানদের।

এ রকম বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা চালিয়েছেন আফ্রিকানরা। কিন্তু নিষ্ঠার সঙ্গে একাধিক আক্রমণ রুখে দিয়েছেন লুসিও ও তার সতীর্থরা। ফলে ১-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর খেলার ৫০ মিনিটে দুজন ডিফেন্ডার ও কিপারকে পরাস্ত করে ফের বল জালে পাঠান ফ্যাবিয়ানো। গোলটি নিয়ে বিতর্ক আছে।

উড়ে আসা বল হেড করে থামাতে গিয়ে হ্যান্ডবল করেন তিনি। তবে চোখ এড়িয়ে যায় রেফারির। এরপর ৫৩ মিনিটে ডিন ডেইনের ক্রসে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার দিদিয়ে দ্রগবার হেড ফাঁকা পোস্টেও জড়াতে ব্যর্থ হয়। এর কয়েক মিনিট পর কাকার দুর্দান্ত মাইনাসে এলানোর গোলে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে খেলার ৭৯ মিনিটে ইয়াইয়া তোরের ক্রসে মাথা ছুঁইয়ে ব্রাজিলের জালে বল পাঠিয়ে দেন দ্রগবা।

বিশ্বকাপ আসরে ব্রাজিলের জালে আফ্রিকানদের এটাই প্রথম গোল। খেলার ৮৮ মিনিটে প্রতিপক্ষের ইসমাইল টিয়োটেহকে আঘাত করায় একবার হলুদ কার্ড দেখানো কাকাকে লাল কার্ড দেখান ফ্রান্সের রেফারি স্টিফেন ল্যানয়। আর তাই জয় পেলেও অনেকটা মনোবেদনা নিয়েই মাঠ ছাড়ে দুঙ্গা বাহিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.