আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল বনাম আইভরি কোস্ট। কাকার ভাগ্য খারাপ।

জাগো বাংলাদেশ...... জাগো

আমি আগাগোড়া আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু তাই বলে ব্রাজিলকে খারাপ বলতে রাজি না। এখানে অনেকেই আছে যারা কিনা ব্রাজিল করে এবং আর্জেন্টিনার খেলাকে বাজে বলে এবং একই ভাবে অনেকেই আছে যারা কিনা আর্জেন্টিনা করে তারা ব্রাজিলদের খেলাকে খারাপ বলে। যাই হোক আমি এদের দলে নই। এখন খেলায় আসি।

গত কাল ব্রাজিল বনাম আইভরি কস্ট এর খেলাতে জিতেছে রেফারি। এত্ত বাজে রেফারিং এর কারন কি সে নিজেও বলতে পারবে কিনা সন্দেহ। গতকাল প্রথম অর্ধে খেলা ভালোই লাগছিল। ভালো টক্কর দিতে পারছিল আইভরি কস্ট। ফাব্রিয়ানোর গোলে প্রথম অর্ধেই এগিয়ে যায় ব্রাজিল।

কিন্তু ২য় অর্ধে আরো দুই গোল খাওয়ার পর থেকেই আইভরি কস্টের খেলা পুরা অন্যরকম হয়ে গেলো। একেবারে শেষ পর্যন্ত তারা ফাউল করে খেলল। অবাক লাগলো রেফারি কে দেখে যে তার চোখ কই ছিলো ??? কাকা লাল কার্ড খেলো। কিন্তু কেন যেই কারনে খেলো তার পুরা ক্রেডিট দেওয়া উচিত আইভরি কস্টের ওই প্লেয়ারকে। এত্ত সুন্দর অভিনয় করেছে যার জন্য তাকে অস্কার দেওয়া উচিত।

এই মাথাটা যদি সে খেলায় লাগাতো তাইলে খেলা হয়তো আরোও জমত। যাই হোক , ফিফার উচিত এটির তদন্ত করা এবং কাকার লাল কার্ড বাতিল করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.