এসি মিলান ইতালিয়ান সিরি এ লিগে সেরা দশেই উঠতে পারছে না। লিগ জয় করা তো দূরে থাক, আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগ খেলাটাই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তবে এসি মিলানের অবস্থান যাই হোক না কেন, ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকা এগিয়ে চলেছেন আপন লক্ষ্যে। গত সোমবার তিনি এসি মিলানের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন। কাকার ডাবলে এসি মিলান সান সিরোতে আটলান্টাকে ৩-০ গোলে হারিয়েছে।
এ জয়ে ১৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে ইতালিয়ান সিরি এ লিগে ১১ নম্বরে অবস্থান করছে এসি মিলান।
কাকা নতুন করে এসি মিলানে আসার পর চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৬ গোল করেছেন। এর আগে ২০০৩-০৪ মৌসুম থেকে টানা ছয় মৌসুম খেলে ২৭০ ম্যাচে করেছিলেন ৯৫ গোল। সবমিলিয়ে বর্তমানে এসি মিলানের জার্সিতে কাকার গোল ১০১টি। এসি মিলানের পক্ষে দশম সর্বোচ্চ।
১৯৪৯-৫৬ সালে সুইডিশ তারকা গানার নরদাহি এসি মিলানের জার্সিতে করেছিলেন ২৬৮ ম্যাচে ২২১ গোল। এখনো পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা। ১৭৫ গোল করে দ্বিতীয় স্থানে আছেন ইউক্রেনিয়ান তারকা আন্দ্রে শেভচেঙ্কো। কাকা অবশ্য কিছুদিনের মধ্যেই ছাড়িয়ে যেতে পারেন পিয়েরিনো প্রাতি (১০২) এবং গুইসেপ সান্তাগস্তিনোকে (১০৬)। তবে সাত নম্বরে যেতে হলে তাকে পিছনে ফেলতে হবে ডাচ তারকা মারকো ফন বাস্তেনকে (১২৬)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।