আমাদের কথা খুঁজে নিন

   

কাকার টার্গেট ১০০ গোল

এসি মিলান থেকে ২০০৯ সালে কাকা যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে।

অল গ্যালাকটিকোতে খেলেছেন গত মৌসুম পর্যন্ত। চার বছর খেলে ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার আবারও ফিরেছেন পুরনো ক্লাব এসি মিলানে। মিলানে ফিরেই টার্গেট করেছেন ১০০ গোল করার। এর আগে মিলানে যখন খেলেছিলেন তখন ৬ বছরে ২৭০ ম্যাচে গোল করেছিলেন ৯৫টি।

এসি মিলানে ফিরে নতুন একটি টার্গেটও সেট করেছেন কাকা। খেলতে চান ঘরের মাটিতে বিশ্বকাপ ফুটবল। ৩১ বছর বয়স্ক কাকা বিশ্বাস করেন মিলানে ফিরে নিজেকে নতুন করে ফিরে পাবেন। তিনি বলেন 'আমি প্রতিজ্ঞা করছি সেরাটা উজাড় করে দিব। আমি ১০০ গোল করতে চাই মিলানের হয়ে।

' মিলানের পক্ষে সেঞ্চুরি করতে তার প্রয়োজন মাত্র ৫টি গোল। যা পুরো মৌসুম খেললে হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। 'টার্গেটে পৌঁছতে আমার প্রয়োজন মাত্র ৫ গোল। আশা করি সেটা পূরণ হয়ে যাবে। ' ঘরের মাটিতে বিশ্বকাপে খেলার টার্গেট নিয়ে ব্রাজিলের সাবেক মিডফিল্ড জেনারেল বলেন, 'আমি ব্রাজিলের পক্ষে আরও একটা বিশ্বকাপ খেলতে চাই।

এজন্য যা কিছু ভালো করতে হবে, সবটাই করতে প্রস্তুত। ' মিলানের পক্ষে আজ মাঠে নামবেন কাকা। এসি মিলান খেলবে তুরিনের বিপক্ষে। ৩১ বছর বয়স্ক কাকা ২০০২ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের পক্ষে খেলেছেন ৮৭ ম্যাচ এবং গোল করেছেন ২২টি। তার ক্যারিয়ার শুরু হয় সাওপাওলোর হয়ে।

২০০১-২০০৩ সাল পর্যন্ত তিনি ব্রাজিলিয়ান ক্লাবের পক্ষে খেলে ৫৯ ম্যাচে গোল করেছেন ২৩টি। এরপর ২০০৩ সালে যোগ দেন মিলানে। ২০০৯ সালে রিয়ালে। ২০১৩ সালে আবার যোগ দেন মিলানে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.