আমাদের কথা খুঁজে নিন

   

কাকার লাল কার্ড ও আর্জেনটাইন সমর্থকদের ফুটানী।

আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

কাকা লাল কার্ড দেখাতে আর্জেনটাইনদের ফুটানী বেশ চরম পর্যায়ে চলে গেছে। আর্জেনটাইন সমর্থকেরা সুযোগ চরম সদ্ব্যবহয়ার করছে। কারো কারো মতে এ কেমন ব্রাজিল! আবার কারো মতে ৫ বারের চ্যাম্পিয়নদের এই খেলা মানায় না। কেউবা বলছে, এত দূর্বল একটা দলের সাথে ব্রাজিল এমন খেলবে তা আশা করিনি।

ইত্যাদি ইত্যাদি। অথচ খেলার শুরু হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত ছিলো ভিন্ন কথা। আইভরি কোস্ট দারুণ খেলতেছে, তাই ব্রাজিল কে আজ বাড়ি যেতে হবে। ফেইসবুকে তো একজনের স্টাটাস দেখলাম, ব্রাজিলের উচিৎ বাড়ি ফেরার টিকেট কেটে খেলতে নামা। আরও কত কি ? আমার প্রশ্নটা হচ্ছে খেলা শুরুর আগের এত শক্তিশালী দল খেলা শুরুর পরে কি করে এত দূর্বল দল হয়ে গেলো? এই আইভরি কোস্ট দিয়েই আর্জেনটাইন সমর্থকেরা ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলো যারা কিনা দ্বিতীয়ার্ধের পরে প্রতি সেকেন্ডে একটা করে পায়ে (ব্রাজিলিয়ানদের) লাথি মেরেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.