আমাদের কথা খুঁজে নিন

   

বিপর্যস্ত আওয়ামীলীগ :পরিচ্ছন্ন প্রার্থী : ৫৪ শতাংশ ভোট : জামায়াত জুজু



মহিউদ্দিনের দীর্ঘদিনের সাম্রাজ্য আজ ভুলুন্ঠিত । ৯৫ হাজারের বেশি ব্যবধান দুইজনের প্রাপ্ত ভোট। সব মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই নির্বাচন কিছু বিষয়কে আজ তুলে ধরেছে। ১. সত্যিকার অর্থে জনগণের আস্থা আওয়ামীলীগ হারাচ্ছে তা এই নির্বাচনে ফুটে উঠেছে। ২. জনগণ একজন পরিচ্ছন্ন মানুষকে নিজেদের জন্য বেছে নিয়েছে।

৩. নির্বাচনে মাত্র ৫৪ শতাংম ভোট কাস্ট হয়েছে। অথচ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ ভাগের ও বেশি ভোট কাস্ট হয়েছে। এই অতিরিক্ত ভোট কোথা থেকে এসেছিল অথবা হঠাৎ করে কেন এতগুলো ভোট কমে গেল সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। যদি আরো ৪০% ভোট কাস্ট করানো হতো তাহলে কি হতো সেটা একটা গবেষণার ব্যাপার। ৪. শেষ , জামায়াত তাদের সমর্থন সহযোগিতা বাড়িয়ে দিয়েছিল মন্জুর দিকে।

বলা হয় বি এন পি র গত সংসদ নির্বাচনে ভরাডুবির প্রধানতম কারণ ছিল জামায়াত। এইবার ও একই জামায়াত জুজুর ধোয়া তুলে মন্জু কে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। তবে জনগণ হঠা করে কেন এই ব্যাপারটাই মোট্ই গুরুত্ব দিল না সেটাও ভাবনার ব্যাপার। সর্বোপরি আমরা একটি সমৃদ্ধ বন্দর নগরী চট্টগ্রাম চাই। আশা করি নবনির্বাচিত মেয়র সেই পথে এগিয়ে যাবেন দৃঢ় পদক্ষেপে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.