রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
শুধু আওয়ামীলীগের হিসেবে না, চট্টগ্রামের নেতা হিসেবে ও মহিউদ্দীনের জনপ্রিয়তা ব্যাপক। গত তিনবার মেয়র নির্বাচনে বিজয় তার প্রমান।
কিন্তু এইবার
কেন মহিউদ্দীনের ভরাডুবি হলো?
তার মুখের বচন?
অতিরিক্ত আত্মবিশ্বাস?
দাম্ভিকতা?
পরমত মেনে না নেওয়া?
দুর্নীতি? স্বজনপ্রীতি?
চট্টগ্রামের উন্নয়নে ব্যর্থতা?
আওয়ামীলীগের শাসন (সুশাসন/ কুশাসন)কারনে?
লোকাল আওয়ামীগের কোন্দল?
কোনটা? কেন পরাজয় বরণ করল মহিউদ্দীন চৌধুরী?
প্লাস মাইনাস না, আপনি কি মনে করেন সেটা জানান। কেনো ধরা খেলো মহিউদ্দীন?
সবশেষে অভিনন্দন চট্টগ্রামের নতুন নগর পিতা মন্জুর আলম কে।
আশা করি উনি নতুন কিছু করে দেখাবেন। যেটা মহিউদ্দীন করতে পারে নাই, আমরা সেটা দেখতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।