ডঃ মাকসুদুল আলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী পাটের জন্ম রহস্য আবিস্কার করতে সক্ষম হয়েছেন। এতে করে এ ক্ষেত্রে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক সহজ হবে। মাত্রে ক'বছর আগে আমরা একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে পাট শিল্পে উন্নতি সম্ভব নয় বলে আমরা আদমজীর মত কারখানা বন্ধ করে দিয়েছি। কিন্তু অন্য দিকে আমরা দেখেছি বিশ্বব্যাংকের পাট শিল্পের জন্য ভারতকে সহায়তা করতে। তখন দেশপ্রেমী অনেক কৃষিবিদ/বিজ্ঞানী কথা বললেও আমাদের তথাকথিত বড়দলের বিশ্বব্যাংকের পক্ষে অবস্থান নেয়াটা আমরা দেখেছি।
আসল কথা হল আমরা কৃষি প্রধান দেশ । কৃষিকেই আমাদের প্রধান্য দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।