এই সময়ের সেরা আবিষ্কারের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দেশি পাটের জন্ম রহস্য আবিষ্কার। সারা বিশ্বেই এই আবিষ্কারের খবর ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই আবিষ্কারের ফলে দেশি পাট আরও উন্নত হবে। বাংলাদেশের সেরা সম্পদ হিসেবে পাটের নামও চলে আসে। পাটের জেনমের পূর্ণাঙ্গ তথ্য এর ফলে মানুষের হাতে এলো।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক বিজ্ঞানী ড. মাকসুদুর রহমান এই আবিষ্কার করেন। এর আগে বাংলাদেশের বিজ্ঞানীরা তোষা পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন।
বিশ্বের সবচেয়ে উন্নত জাতের দেশি পাটের উদ্ভাবন, উৎপাদন ও চাষে প্রতিবন্ধকতা দূর করার পথে বাংলাদেশ এখন একক নেতৃত্বে বলে জানিয়েছেন পাটের জীবন রহস্য আবিষ্কারকেরা।
পাটের জীবন রহস্য উদঘাটনকারী বিজ্ঞানীরা এর বেশ কিছু সম্ভাবনার কথা তুলে ধরেন।
সবচেয়ে ভালো জাতের পাটের অাঁশ থেকে কাগজ ও কাপড় থেকে শুরু করে গাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের মতো আধুনিক ও বহুমাত্রিক পণ্য তৈরি সম্ভব হবে।
তাই পাটের জীবন রহস্যের মেধাস্বত্বের অধিকার পেতে যাওয়া বাংলাদেশ আগামীতে বিশ্ব নেতৃত্বে থাকা সম্ভব। গোড়া পচা রোগের কারণে সবচেয়ে ভালো মানের দেশি সাদা পাট চাষের প্রতিবন্ধকতা শীঘ্রই দূর হবে। শুধু বস্তা বা ব্যাগ তৈরি নয়, মসৃণ কাপড়, কাগজ, গাড়ির ভেতরের নকসায় ব্যবহারের মতো বহুমাত্রিক ব্যবহারও বৃদ্ধি পাবে। এরই মধ্যে জাতিসংঘের আন্তর্জাতিক মেধাস্বত্ব প্রদানকারী সংস্থা ওয়াইপোতে আবেদন করেছে বাংলাদেশ। আগামী দেড় বছরের মধ্যে পাটের জীবন রহস্য উন্মোচন মেধাস্বত্বের একক অধিকার পেতে যাচ্ছে বাংলাদেশ।
স্বাধীনতার-পরবর্তী সময়ে মূলত বস্তা বা ব্যাগ তৈরির কাঁচামাল হিসেবেই পাট দেশের ৪০ ভাগ রাজস্ব আয় করে দেশের প্রধান অর্থকরী ফসলের স্বীকৃতি পেয়েছিল পাট। পাট নিয়ে বাংলাদেশে গবেষণার কথা আর অজানা নেই কারও। সারা বিশ্বেই এই গবেষণা সাফল্য ছড়িয়ে গিয়েছে। বিশেষ করে বিগত দুই বছরে তোষা পাট ও পাটের গোড়া পচা রোগ ফাংগাসের জীবন রহস্য উদঘাটন করেছেন। বাংলাদেশের বিজ্ঞানীরা তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
বিজ্ঞানী ড. মাকসুদুর রহমানের মতে, খুব শীঘ্রই মাঠ পর্যায়ে এর সুফল পাওয়া যাবে। বাংলাদেশের এই পাট নিয়ে গবেষণার সাফল্য এসেছে মূলত দীর্ঘদিনের কর্মপরিকল্পনার পথ। পাটের জন্ম রহস্য যেসব ফাংগাসের ফলে পাটের গোড়া পচা রোগ হতো সেটা অনেকটাই রুখে দেওয়া যাবে। পাটের ফলন বৃদ্ধির পাশাপাশি পাটের ব্যবহার নিয়ে আরও বৈচিত্র্যময় বিভিন্ন কর্মপরিকল্পনা সমন্বয় হলে এই আবিষ্কারের সুফল পাওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।