আমাদের কথা খুঁজে নিন

   

পাটের জীবনরহস্য উন্মোচন

দেশি পাটের জীবনরহস্য উন্মোচনের কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী এ সাফল্য অর্জন করেছেন। ২০১০ সালে বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে তোষা পাটের জীবনরহস্য উন্মোচন করা হয়। ২০১২ সালে পাটের জন্য ক্ষতিকর এক ধরনের ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করায় উন্নত পাটের জাত উদ্ভাবনের পথে একধাপ এগিয়ে যান তারা। দেশি পাটের জীবনরহস্য আবিষ্কৃত হওয়ায় সারা বিশ্বে সবচেয়ে বেশি চাষ হওয়া পাটের দুটি জাতের জীবন রহস্য এখন বাংলাদেশের বিজ্ঞানীদের হাতে।

এগুলোর স্বত্ব পেলে দুনিয়ার যে কোনো স্থানে পাট নিয়ে গবেষণা হলে বাংলাদেশ অর্থ পাবে। তোষা পাটের পর দেশি পাটের জীবনরহস্য উন্মোচনকে বিজ্ঞানীরা পাটের সুদিন ফিরিয়ে আনার পথে এক তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশি পাটের জীবনরহস্য উন্মোচনের ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে সোনালি অাঁশের সুদিন ফিরে আসবে। কৃষকের মুখে ফিরে আসবে হাসি।

দেশি সাদা পাটের আঁশ বেশ উন্নত। এ আঁশ দিয়ে বস্ত্র শিল্পের উপযোগী সুতা উৎপাদন করাও সম্ভব। কিন্তু ছত্রাকের আক্রমণের ভয়ে কৃষকরা দেশি পাট চাষে নিরুৎসাহিত হন। এ পাটের জীবনরহস্য উন্মোচিত হওয়ায় ছত্রাক বা পোকার আক্রমণ রোধসহ এর উন্নত মানের নতুন জাত উদ্ভাবন করা সম্ভব হবে। পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ফসল।

এক সময় এদেশের অর্থনীতি ছিল পাটনির্ভর। কালের বিবর্তনে কৃত্রিম তন্তুর কাছে পাট মার খেলেও এর জীবনরহস্য উন্মোচন পাট দিয়ে ওষুধ তৈরিসহ এর বহুমুখী ব্যবহারের পথ খুলে দিয়েছে। বাংলাদেশের বিজ্ঞানীরা এখন প্রতিকূল পরিবেশে উৎপাদন করা সম্ভব এমন জীবাণু প্রতিরোধক পাটের জাত উদ্ভাবনে গবেষণা করছেন। তাদের বহুমুখী গবেষণায় স্বল্প খরচে পাট উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাটের বহুমুখী ব্যবহারও নিশ্চিত হবে।

পাট আবারও কৃষকদের জন্য পয়মন্ত ফসল হিসেবে বিবেচিত হবে। দেশি পাটের জীবনরহস্য উন্মোচনে বিজ্ঞানী মাকসুদুল আলম ও তার সহকর্মীদের আমাদের অভিনন্দন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.