আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ফুটবল ভক্তি.........



... .... .... ১. এক বন্ধু সেদিন ফোনে হঠাৎ জিজ্ঞেস করলো, ও ভালো কথা, বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করছো? আমি: তেমন পছন্দের কেউ নেই! (কূটনৈতিক উত্তর) সে: কি বল...সত্যি করে বল। আমি: সত্যিই বলছি। তুমি? সে: আমিতো বরাবরই ব্রাজিলের সাপোর্টার। আমি: খুব ভালো। সে: ওদের খেলা আমার খুব ভালোলাগে।

আমি: তাতো হবেই। আচ্ছা এবার ওদের ক্যাপ্টেন যেন কে?! সে: (কনফিডেন্টলি) আবার কে...রোনালদো!! আমাকে কিছু বলতে হয়না, তার আগেই পাশ থেকে ওর ছোট বোন হি হি করে হাসতে থাকে!! সে: কেন, রোনালদো খেলছেনা এবার?! আমি আর কথা বাড়াইনা। ২. ১২ তারিখের ঘটনা। গাড়ীতে ফিরছি। নীলক্ষেত থেকে মিরপুর।

সাড়ে সাতটার মত বাজে। জ্যাম এই রুটের নিত্যদিনের সংগী! ইচ্ছে ছিল বাসায় গিয়ে সময় থাকলে আর্জেন্টিনার খেলাটা দেখব। জ্যামে যখন বিরক্তির চরমে পৌছে গেছি তখন খেয়াল করি পেছনের সীটেই দুই ফুটবল ভক্তের উপস্থিতি। ১ম: এইবার আর্জন্টিনা কাপ নিবই, দেহিস। ২য়: হঃ! ঐ চোর চোট্টা হিরুইনচি দিয়া কাম অইবনা!! ১ম: আর তোর ব্রাজিলের প্লেয়ার ক্যারা....কাকা, চাচা, মামা....ঐ দিয়া বিশ্বকাপ?! বাদ দে, বাদ দে.... ২য়: কাকা'র খেলা দেখছস তুই? ১ম: আরে দেহন লাগবনা।

আচ্ছা, ব্রাজিলের পাঁচটা খেলোয়াড়ের নাম ক' তো?! ২য়: আরে এইডা কোন বিষয় হইল....কাকা আর...আর...আসলে দোস্ত এইবার চার্ট দেহিনাই! আচ্ছা তুই কতো আর্জান্টিনার পাঁচটা প্লেয়ারের নাম। ১ম জন যথেষ্ট স্মার্ট! সে মেসি দিয়ে শুরু করে আর যে নাম গুলো বলল তাতে আমার সন্দেহ হচ্ছিল, দিয়েগো নতুন দল ঘোষনা করল কিনা!! হাসতে থাকি আর.... আমার বিরক্তি কিছুটা কমে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.