আমাদের কথা খুঁজে নিন

   

বারো বছরের বেকুব

কি গান গাইছি , শোন আমার বন্ধু.......

বছর বারো কিংবা বেশী আরো যে সুর ছিল প্রাণে ঠিক বুকের মধ্যখানে হঠাৎ বদলে গেলো আজ ভেঙ্গে মনের কারুকাজ। মনের ঘরে যে রং ছিল সেথায় বাজত যেই সুর হঠাৎ সে আজ রং হারালো কারুকাজ গুলো ভেঙ্গে ঝুর ঝুর। মনের যেথায় আলো ছিল হঠাৎ নিভে গেল আজ মনের যেথায় মেঘ জমতো না সেথায় আজ হঠাৎ পড়লো বাজ। মনের ঘরের খোলা দরজা গুলো আজ বন্ধ হলো সশব্দে জানিনা তা খুলবে কিনা কাল-পরশু বা বহুকাল পরের অব্দে। প্রাণের যেথায় মুক্ত হাওয়া নিত্য করত আসা যাওয়া এনে দিতো ফুলের গন্ধ, আকুল করা এখন তার সাপ্লাই বন্ধ, পাগল পারা। এখন আমি হই উদাসী প্রাণে নাই প্রাণ বেশী যেন মৃত-নিথর , পাথর-স্থবির বুঝবে না কেউ হলো কি কবির। জং ধরেছে আজকে আমায় তুমি হয়েছো নতুন পলিশ চালাক তুমি আগেই ছিলে যেমন আমি ছিলাম বেকুব-ফুলিশ। নইলে কি আর বছর বারো কিংবা বেশী আরো একই তালের সুর বেজেছে একই লয়ের বীন বেজেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।