আমাদের কথা খুঁজে নিন

   

রাতের শেষে

জনসমুদ্রে হারিয়ে যেতে চাই।

জানি আগামীকাল সকালে ,যখন দিগন্তরেখা মলিন হবে কুয়াশার চাদরে আমি চলে যাব,কিন্তু জানি তুমি থাকবে দাঁড়িয়ে দরজার অপাশে, সদা অপেক্ষমান। আমি যাব বন পেরিয়ে,পাহাড়ের ঢাল বেয়ে কিন্তু তোমাকে ছেড়ে থাকা, এতো এক অসম্ভব পণ। সে ভ্রমণ হবে অন্ধের মত, চিন্তার কেন্দ্রবিন্দুতে তুমি, তোমাকে ঘিরেই আত্মার বিচরণ। বাইরের যত মনকাড়া সুন্দর, রং্যের বাহার ,নির্মম চিতকার, কিছুই করবেনা আকর্ষণ। একাকী,অচেনা,দুখি এক পথিক, দিনের আলো সেতো রাতের সমান। মাহেন্দ্রক্ষণের সোনালি আলো,অথবা দূরবর্তী জাহাজ, মানে নেই কোন কিছুর... শুধু জানি ফিরে আসব... আবার কোন রাতের শেষে,ফিকে জোছনায় একগুচ্ছ রক্ত গোলাপ হাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।