এখন লেট নাইট ডিউটি করছি, অফিসে। ফ্রান্স-উরুগুয়ে ম্যাচ শেষ করে তবেই ফিরতে হবে। প্রথমার্ধে যা খেলল তাতে এই বিশ্বকাপে ফ্রান্সের কোনো আশা দেখছি না। ৪৫ মিনিট তাদের আটকে রাখল ডিয়েগো ফোরলানদের উরুগুয়ে। অঁরি আর মালুদাকে বসিয়ে রেখে বোধহয় কাজটা ভালো করল না কোচ রেমন্ড ডমেনেখ।
রিবেরির পাস থেকে দারুণ একটা সুযোগ কাজে লাগাতে পারেনি সিডনি গোভু। না হলে তারা এগিয়েই থাকত। উরুগুয়ের খেলাই ভালো লাগছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আমার আবার এর ম্যাচ রিপোর্ট প্রথম পাতায় লেখা লাগবে।
বিশ্বকাপের প্রথম রাতেই আমাকে ধরিয়ে দিয়ে পালিয়েছে কলিগরা। কি আর করা লিখেই যেতে হবে। ফ্রান্সের জয়ই চাইছি আমি। জানি না কি হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।