আমাদের কথা খুঁজে নিন

   

সিক্স সেন্স পরীক্ষা। একটি গেম। বিশ্বকাপের A টু Z।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

পাঁচ ইন্দ্রেয়ের পরে আরেকটা ইন্দ্রেয় আছে, শষ্ঠ ইন্দ্রেয়। এই ইন্দ্রেয় যার যত বেশি প্রখর সেই জিবনে তত বেশি সাকসে হবে, এটাই আমার বিশ্বাস। আমি সেটার নাম দিয়েছি ক্যালকুলেশন। আপনি ক্যালকুলেশন করে ভবিষ্যতের ব্যাপারে অনুমানে একটা ডিসেশন নিবেন, এবং এই ডিসেশন যত বেশি সঠিক হবে আপনিও তত বেশি জিবনে সাফল্য পাবেন।

আমরা অনেক সময় কেলকুলেশন করে ডিসেশন নেই, আবার অনেক ক্ষেত্রে কেলকুলেশন করার কোন উপায়ই থেকে না। সে ক্ষেত্রে শুধু মাত্র অনুমানে ডিসেশন নেই, সে ক্ষেত্রেও দেখা যায়, কিছুমানুষের অনুমান প্রায়ই ঠিক মিলে যাচ্ছে, আবার কিছু মানুষের অনুমান কখনোই সঠিক হয় না। তাই আজকে তেমনি একটি খেলা খেলবো। আপনিও অংশ গ্রহণ করে আপনার অনুমান কতটুকু সঠিক, তা জেনে নিতে পারবেন। ========= আজকে বিশ্বকাপের দুইটি খেলা।

১) সাউথ আফ্রিকা বনাম মেক্সিকো। == আপনাকে বলতে হবে এই খেলায় কে জীতবে?? ২) উরুগুয়ে বনাম ফ্রানন্স। == আপনাকে বলতে হবে কে জীতবে?? ======================= তো আর দেরি না করে লিখে দিন আপনার অনুমান। খেলার শেষে মিলিয়ে নিবেন, আপনার অনুমান কতটুকু সঠিক। এইভাবে আমরা বিশ্বকাপের প্রতিটি খেলায় এমন এক খেলা খেলব।

প্রতি সঠিক উত্তরে ৩ পয়েন্ট হিসেবে শেষ ম্যাচ পর্যন্ত যার সবচেয়ে বেআশি পয়েন্ট হবে, তাকেই আমরা সবচেয়ে বেশি 'সিক্স সেন্স একটিভ পিপল' হিসেবে মেনে নিবো। ===================== বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ীর জন্য থাকবে, ৩০০ টাকা মোবাইল ব্যালেন্স। ============== আমার ক্যালকুলেশন। ১) আফ্রিকা জিতবে। ২) ফ্রান্স জিতবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.