দেশের ছাড়ার আগে মেয়ে কে বললাম " মা। তোমার জন্য বিদেশ থেকে কি আনতে হবে" মেয়ে বলল "সিক্স প্যাক"। অবাক হয়ে বললাম, এটা আবার কি ? সে বলল " বাবা। সালমান খানে মত সিক্স প্যাক হয়ে আসবা" হায়রে টিভি'র প্রভাব !!! এক বছরে সিক্স প্যাক ? অস্মভব। হাজার হলেও মেয়ে'র ডিমান্ড। জিমে যাওয়া শুরু করসি। চার মাস পর ছুটিতে যাবার সময় এটলিস্ট টু প্যাক যেন হতে পারি। দোওয়া রাইখেন সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।