...আমার নিজের কথা....
এক লোক গ্রাম থেকে জীবনে প্রথম ঢাকা শহরে এসেছে। এইদিক ওইদিক তাকাচ্ছে আর অবাক বিস্ময়ে দেখছে। তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বিভিন্ন দোকানের বাহারী সাইনবোর্ডগুলো। সে বানান করে করে পড়তে লাগল। এক দোকানের উপর ঝলমলে আলোয় লেখা আছে 7UP সাথে একটা বোতলের ছবি।
সে ভেতরে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল
"বাইরে যে সাইনবোর্ডটা দিছেন ঐইডা কি?"
দোকানী বুঝলো এই লোক শহরে নতুন তাই সে একটু মজা করে বলল
"এইডা খাইলে উপর দিকে সাতটা ঢেকুর উঠবো"
লোকটা কিছুটা অবাক হলো, তারপর বলল
"সাতটা ঢেকুর উঠবো!!! আমারে একটা দেন দেহি"
তারপর সে 7UP খেয়ে রাস্তায় হাঁটা শুরু করল। কিছুদুর যাওয়ার পর একটা ঢেকুর উঠল। আরো কিছুদুর পরে আরো একটা। লোকটা গুনতে শুরু করল। গন্ডগোলটা লাগল ছয়টা ঢেকুর উঠার পর।
কোন ভাবেই সাত নাম্বার ঢেকুরটা আসে না। এভাবে কিছদুর যাওয়ার পর সে একটা পাদ দিয়ে দিল। লোকটা ভাবল তাকে গ্রামের লোক পেয়ে দোকানদার ঠকিয়েছে। সে আবার ওই দোকানে গেল। গিয়ে দোকানীকে বলল
"মিয়া, গ্রামের লোক পাইয়া আমারে ঠকাইলেন?"
দোকানী বলল
"কেন কি হইছে?"
"আপনে কইছিলেন ওইডা খাইলে সাতটা ঢেকুর উঠবো এই জইন্য ওইডারে সেভেন আপ কয়"
"ঠিকইতো কইছি"
"না ভুল কইছেন ওইডা সেভেন আপ না।
ওইডার নাম হইবো সিক্স আপ ওয়ান ডাউন"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।