আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যে নির্বাসন ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

একটা অদ্ভূত জনালয়ে ধরা পড়ে গ্যাছি মোহগ্রস্থ বূক্ষের মতোন- আমার চারপাশে গাছের সারি এলোমেলো প্রেক্ষাপট- আমাকে বেদনা বিলাসের স্বপ্ন শিখিয়ে চলে গ্যাছে চাঁদের মাতমে দূর কোন দেশে, যেখানে সবুজ পাতারা কথা বলে, অবুঝ মননে ভাঁসে সু-মহান সঙ্গীতের বিক্ষিপ্ত লহরী । আমি জাগে থাকা প্রহরী হয়ে ঠাঁই দাড়িয়ে আছি, এক অজানা প্রায় চেনা, অচেনা মানবহীন ধূসর জনালয়ে । লিখন ডিসেম্বর.০৪.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।